বীরভূমের বাঘকে খাঁচায় বেশিদিন আটকে রাখা যায় না: ফিরহাদ

জেলা আলাদা হলেও দু’জনেই তৃণমূলের হেভিওয়েট। রাজনৈতিক সহকর্মীও বটে। সেই সহকর্মীর জামিনের খবর পেয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

দু’বছরেরও বেশি সময় জেলে কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল। সেই খবরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা। অনুব্রতের জামিন প্রসঙ্গে শনিবার ফিরহাদ বলেন, ‘অনুব্রত বীরভূমে ফিরবেন, খুবই আনন্দের খবর। রাজনৈতিকভাবে তাঁকে অনেক দিন আটকে রাখা হয়েছিল। বাঘ খাঁচায় আটকে থাকলে শেয়াল, হায়নারা ‘হাউহাউ’ করে। কিন্তু সেই বাঘ বাইরে বেরিয়ে এলে তারা আবার ল্যাজ তুলে পালায়। বিরোধীরা এবার ল্যাজ তুলে পালাবে।’

ফিরহাদের সংযোজন, ‘সত্যের জয় হবে, সত্যের জয় হচ্ছে। কেজরিওয়াল জি বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন। বিরোধীদলের যেসব নেতাদের আটকে রাখা হয়েছিল তাঁরা একে একে সকলে মুক্তি পাচ্ছেন।’