নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হওয়া কয়লা পাচার মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে সোমবার জামিন দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করে।
গত বছর কালীঘাট থানায় বিকাশ মিশ্রের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়। অভিযোগ, এক নাবালিকাকে যৌন হেনস্থার পাশাপাশি তার মাকেও মারধর করেছিল বিকাশ। এই মামলাটি বর্তমানে আলিপুর আদালতে বিচারাধীন। পকসো আইনের আওতায় গ্রেপ্তার হওয়ার পর হাই কোর্টে জামিনের আবেদন জানিয়েছিল সে। অবশেষে সোমবার সেই আবেদন মঞ্জুর হল।
বিকাশ মিশ্র কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই। সেও ওই মামলায় অভিযুক্ত। অতীতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্ত হয়। তবে গত বছরের নভেম্বরে পুলিশ তাকে পকসো মামলায় গ্রেফতার করে।
বিকাশ অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, তাকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। বিকাশের কথায়, ‘আমাকে মেরে ফেলার পরিকল্পনা চলছে। আমি সত্যি কথা বললে সরকার পড়ে যাবে।’
অন্যদিকে, কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রের ভাই বিনয় মিশ্র এখনও পলাতক। আসানসোল সিবিআই আদালতে ওই মামলার চার্জ গঠন হয়েছে। মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে বিকাশ মিশ্রকেও ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়েছিল।