• facebook
  • twitter
Sunday, 23 March, 2025

স্বাস্থ্যে সেরা রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী

সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি

নিজস্ব চিত্র

স্বাস্থ্যে দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই একাধিকবার মুখ্যমন্ত্রীর মুখে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথা শোনা গিয়েছিল। ফের এ দিন বিধানসভায় স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা চলাকালীন এই দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৭০ হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য। এ দিন আরজি কর কাণ্ড নিয়েও কথা বলেছেন মমতা। গত কয়েকদিন ধরে ধর্ম নিয়ে উত্তপ্ত বিধানসভা। এই প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবিও জানিয়েছেন।

বিজেপির ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টারের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের আইটি সেল। এই আবহে মুখ্যমন্ত্রী বিধানসভায় ‘শান্তির ললিত বাণী’ শুনিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলা খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। শান্তির ললিত বাণীতে বিশ্বাস করে। তাঁর কথায়, ‘যারা ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ বলে বেড়াচ্ছেন, তাঁরা খোঁজ নিয়ে দেখুন তো— বিহার, ত্রিপুরা সহ অন্য রাজ্য থেকে মানুষ এলে তাঁদেরও বাংলায় চিকিৎসা হয়।’

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও রাজ্যে ১৪ হাজার নতুন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। এমনকী সব স্তরের চিকিৎসকদের বেতন বাড়ানো হয়েছে। পাশাপাশি তিনি তুলে ধরেছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্যের কথা। এই প্রকল্পের সুবিধার কথাও জানিয়ে আয়ুষ্মান ভারতের সঙ্গে এর পার্থক্য বুঝিয়ে দিয়েছেন তিনি। মমতা জানিয়েছেন, বাংলায় বিনা পয়সায় চিকিৎসা করা হয়। রাজ্যের ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছেন। বেসরকারি হাসপাতালে প্রায় ১ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন।

রাজ্যে দুটি ক্যান্সার সেন্টার তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটি এসএসকেএম হাসপাতালে অন্যটি শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। এদিন মমতার মুখে উঠে আসে আরজি কর প্রসঙ্গও। তিনি বলেন, ‘আমরাও চাই আরজি করের মেয়েটি বিচার পাক।’ এই নিয়ে বিরোধীদের কটাক্ষও করেছেন মমতা।

বিধানসভায় দাঁড়িয়ে মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তিনি। উল্লেখ্য, বুধবার ভোরে (ভারতীয় সময় ৩টে ২৭ মিনিটে) সুনীতারা পৃথিবীতে ফিরে আসার পর এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন মমতা। বিধানসভায় তিনি বলেছেন, ‘সুনীতা ভারতের মেয়ে। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি। তাঁরা যাতে ভালো করে কাজ করতে পারেন, তাই এই মহাসম্মানের দাবি জানাচ্ছি।’