• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ভলিবলে বাংলার মেয়েরা ফাইনালে

নিজস্ব প্রতিনিধি- সারা ভারত ভলিবল অ্যাসোসিয়েশানের পরিচালনায় রাজস্থানে অনুষ্ঠিত ৪০তম সাবজুনিয়র জাতীয় ভলিবল প্রতিযোগিতায় বাংলা দলের মেয়েরা ৩-০ গেমে কেরলকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল। এই ম্যাচে দারুণভাবে নজর কেড়েছে দেবযানী তিওয়ারি, দিশা ঘোষ ও মেঘা দাস। এই ম্যাচে প্রথম থেকেই বাংলায় মেয়েদের প্রাধান্য দেখা গিয়েছিল। তারা কেরলের খেলোয়াড়দের কোনও সুযোগ দেয়নি। একথা

ভলিবলে চ্যাম্পিয়ন বাংলা

নিজস্ব প্রতিনিধি- সারা ভারত ভলিবল অ্যাসোসিয়েশানের পরিচালনায় রাজস্থানে অনুষ্ঠিত ৪০তম সাবজুনিয়র জাতীয় ভলিবল প্রতিযোগিতায় বাংলা দলের মেয়েরা ৩-০ গেমে কেরলকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল।

এই ম্যাচে দারুণভাবে নজর কেড়েছে দেবযানী তিওয়ারি, দিশা ঘোষ ও মেঘা দাস। এই ম্যাচে প্রথম থেকেই বাংলায় মেয়েদের প্রাধান্য দেখা গিয়েছিল। তারা কেরলের খেলোয়াড়দের কোনও সুযোগ দেয়নি। একথা জানিয়েছেন সংস্থার সচিব রথীন রায় চৌধুরি।