• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

“আন্তর্জাতিক বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা”: রাজ্যপাল

একাধিক ইস্যুতে সরকার ও রাজ ভবনের মধ্যে বিবাদ থাকলেও, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে দাঁড়িয়ে কার্যত রাজ্যের শিল্প-পরিবেশের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল।

Kolkata: West Bengal Governor Jagdeep Dhankhar addresses during a press meet at Raj Bhavan in Kolkata on Jan 29, 2020. (Photo: IANS)

একাধিক ইস্যুতে সরকার ও রাজ ভবনের মধ্যে বিবাদ থাকলেও, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে দাঁড়িয়ে কার্যত রাজ্যের শিল্প-পরিবেশের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ও ঢালাও প্রশংসা করেন তিনি। বলেন, “আন্তর্জাতিক বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা।”

বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এমন মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শিল্প বিনিয়োগের পরিবেশের প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

বলেন, “আজ রাজ্য যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে। বাংলা জ্ঞানের পীঠস্থান। দেশকে পথ দেখায়।”

তিনি আরও বলেন, “বাংলায় প্রচুর সম্ভাবনা রয়েছে। মানবসম্পদের দিক থেকেও অনেক এগিয়ে বাংলা। অর্থনীতির দিক থেকেও শ্রেষ্ঠ রাজ্য। শিল্পেও বড় সাফল্য পাবে বাংলা। বিনিয়োগের শ্রেষ্ঠস্থান এই রাজ্য।”

তবে এদিন মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের পরামর্শ, উন্নয়ন আর রাজনীতি আলাদা হওয়া উচিত।