সোমবার রাজ্যের ১৮ টি জেলার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের হাতে তৈরি সামগ্রীর হাজারো পসরা নিয়ে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা।
এদিন দুপুরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া । এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি , বিধায়ক অজিত মাইতি , সুজয় হাজরা , দীনেন রায় সহ অন্যান্য বিধায়ক ও জেলা প্রশাসনের আধিকারিকরা।
রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া জানান , কেন্দ্রের ধারা বাহিক বঞ্চনা সত্বেও বাংলা এগিয়ে চলছে। সমাজের পিছিয়ে পড়া অংশ কে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জঙ্গলে শালপাতা কুড়ানো আর ছাতু কুড়ানোর মধ্যে গ্রামের মহিলারা সীমাবদ্ধ নেই। বিভিন্ন ধরনের হাতের কাজ করে সেসব নিয়ে মেলায় তাঁরা স্টল দিচ্ছেন। আর্থ সামাজিক অবস্থার উন্নতি হয়েছে।
তিনি জানান , এ রাজ্যে ১ কোটি ২১ লক্ষ মহিলা স্ব সহায়ক গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাঁরা বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পের কাজের জন্য যখন ব্যাঙ্ক থেকে ঋণ চান পান না। দিনের পর দিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাঁদের ঘুরিয়ে দেয়। ক্রেডিট রেশিও ব্যাঙ্ক মানছে না বলে অভিযোগ তোলেন তিনি। ব্যাঙ্কারস মিটিং এ বিষয়টি তিনি তুলবেন।
জেলা পরিষদের সভাধিপতি , মহকুমা শাসকদের মন্ত্রী বলেন , মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে একের পর জেলা ঘুরছেন , তাঁদেরও শুধুমাত্র অফিসে বসে থাকলে চলবে না। ব্লকে ব্লকে ঘুরতে হবে। কোথায় কি কাজ হচ্ছে , কোথায় কি গলদ আছে , তা অফিসে বসে সবটা জানা সম্ভব নয়। সপ্তাহে দুদিন বেরোতেই হবে।