২০২৫-২৬ রাজ্য বাজেটে মোট বরাদ্দের পরিমাণ ৩ লক্ষ ৮৯ হাজার ১৯৪.০৯ কোটি টাকা। বরাদ্ধ বৃদ্ধির পরিমাণ ৪.৫৯ গুণ।২০১০-১১ সালে মোট বাজেট বরাদ্দ ছিল ৮৪,৮০৩ কোটি টাকা।
এদিকে ২০১০-১১ সালে রাজ্য উন্নয়ন খাতে ব্যয় ছিল ১৮,৭৯৩ কোটি টাকা, ২০২৫-২৬ সালের বাজেটে ১,৮১,২৩১.৬২ কোটি টাকা সংস্থান করা হয়েছে। বৃদ্ধির পরিমাণ ৯.৬৪ গুণ।
২০১০-১১ সালে রাজ্যের নিজস্ব কর বাবদ আয় ছিল ২১,১২৯ কোটি টাকা। এ বছর তা বৃদ্ধি পেয়ে আনুমানিক ২১,১২,৫৪৩ কোটি টাকা হয়েছে। বৃদ্ধির পরিমাণ ৫.৩৩ গুণ।
২০১০-১১ সালে রাজ্য উন্নয়ন খাতে ব্যয় ছিল ১৮,৭৯৩ কোটি টাকা। এ বছরের বাজেটে ১,৮১,২৩১.৬২ কোটি টাকার সংস্থান করা হয়েছে। অর্থাৎ বৃদ্ধি ৯.৬৪ গুণ।
২০১০-১১ সালে মূলধান খাতে ব্যয় ছিল ২,২২৬ কোটি টাকা। ২০২৫-২৬ সালের বাজেটে ৪০,০৮৬.৬৫ কোটি টাকার সংস্থান করা হয়েছে। বৃদ্ধি ১৮ গুণ।
২০১০-১১ সালে রাজ্য উন্নয়ন সামাজিক সেবা ক্ষেত্রে ব্যয় ছিল ৬,৮৪৬ কোটি টাকা। এ বছরের বাজেটে ৯৯,০১৬.২৮ কোটি টাকার সংস্থান করা হয়্ছে। বৃদ্ধি ১৪.৪৬ গুণ।
২০১০-১১ সালে রাজ্য উন্নয়ন খাতে কৃষি ও কৃষি সহায়ক পরিষেবা ক্ষেত্রে ব্যয় ছিল ৩,০২৯ কোটি টাকা। ২০২৫-২৬ সালের বাজেটে ২৭,৭৪৪.৪৩ কোটি টাকা সংস্থান করা হয়েছে। বৃদ্ধি ৯.১৬ গুণ।
২০১০-১১ সালে রাজ্য উন্নয়ন খাতে পরিকাঠামো ক্ষেত্রে ব্যয় ছিল ১,৭৫৯ কোটি টাকা। এ বছরের বাজেটে সংস্থান করা হয়েছে ১২,১৮৪ কোটি টাকা। বৃদ্ধি পেয়েছে ৬.৯৩ গুণ।