পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস ঘিরে তোলপাড় গোটা বাংলা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে একাধিক ব্যক্তি। এবার পুলিশের সন্দেহের কেন্দ্রে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং ও গ্রান্টিং অফিসারদের একাংশ। এই কারণে লালবাজার থেকে সংশ্লিষ্ট এলাকার পাসপোর্ট অফিসে চিঠি পাঠিয়ে অফিসারদের নামের তালিকা চাওয়া হয়েছে।
বাংলাদেশে অশান্তি বৃদ্ধি পাওয়ার পর থেকেই অনুপ্রবেশের আতঙ্ক মাথাচাড়া দিয়েছে। সীমান্ত এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। এর মধ্যেই পাসপোর্ট জালিয়াতি চক্রের কার্যকলাপ প্রকাশ্যে এসেছে। এক অভিযুক্তকে গ্রেপ্তারের পর পুলিশের হাতে এসেছে আরও একাধিক অভিযুক্তের তথ্য। পুলিশের ধারণা, এই চক্রে পাসপোর্ট সেবা কেন্দ্রের কিছু আধিকারিকের মদত থাকতে পারে।
তদন্তে উঠে এসেছে, পাসপোর্ট আবেদনকারীরা অনলাইনে ১৫০০ টাকা ফি জমা দেন। যে অ্যাকাউন্টে এই টাকা জমা হয়, তার বিস্তারিত তথ্য চেয়েছে কলকাতা পুলিশ। রুবি-সহ রাজ্যের পাঁচটি পাসপোর্ট সেবা কেন্দ্রে নথি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট আধিকারিকরা তা যাচাই করেন। এরপর রি-ভেরিফিকেশন শেষে নথি পোর্টালে আপলোড করা হয়। এই নথি রিজিওনাল পাসপোর্ট অফিসে চেক হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনে পাঠানো হয়।
তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট অফিসারদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। লালবাজার ইতিমধ্যেই রাজ্যের পাঁচটি পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং ও গ্রান্টিং অফিসারদের নাম চেয়ে নির্দেশ পাঠিয়েছে।