নজরে বঙ্গ ভােট, দিল্লিতে জরুরি বৈঠকে অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ (File Photo: IANS)

পাখির চোখ একুশের বাংলা। শীঘ্রই ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি’র শীর্ষ নেতা অমিত শাহ। বঙ্গ সফরের আগে এদিন তিনি দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। দলের কেন্দ্রীয় নেতারা সম্প্রতি বাংলা ঘুরে গিয়েছেন। তাদের দেওয়া রিপাের্ট ধরে ধরে আজ আলােচনা করেছেন অমিত শাহ ও জে পি নাড্ডারা। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় সাংগঠনিক ত্রুটিবিচ্যুতি রয়েছে তা ধরে ধরে এদিন আলােচনা হয় বলে জানা গিয়েছে। নজরে বিধানসভা ভােট। 

বিহারে পকেটে পুরে এবার বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযােগ তুলে ভােট ময়দানে নেমেছেন গেরুয়া শিবিরের নেতারা। অমিত শাহ পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে আজ বিশদে আলােচনা করেছেন দলের শীর্ষ নেতাদের সঙ্গে। বাংলায় বিধানসভা ভােটের আগে আরও খানিকটা শক্তিশালী হয়েছে বিজেপি শিবির। 

ইতিমধ্যে শাসকদলের একাধিক বিধায়ক, নেতা, কর্মী নাম লিখিয়েছেন পদ্ম শিবিরে। নভেম্বর বিজেপি’তে নাম লিখিয়েছেন একদা তৃণমূলের ডাকসাইটে নেতা তথা একাধিক মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারী। শুভেন্দু তৃণমূলের ছ’জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যােগ দিয়েছেন। 


গতকালই তৃণমূল ছেড়েছেন আরও এক বিধায়ক। শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য যােগ দিয়েছেন বিজেপি’তে। দিল্লিতে গিয়ে বাংলায় দলের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় অরিন্দমের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। সব মিলিয়ে ভােটের আগে বাংলায় বেশ চনমনে বিজেপি শিবির। 

তবে শুধু দলবদলের চমক দিয়ে রাজ্য দখল করা যাবে না, এটা বিলক্ষণ বুঝেছেন মােদি-শাহরা। সাংগঠনিক ভাবে দলকে শক্তিশালী করা না গেলে বাংলায় বিধানসভা নির্বাচনে সাফল্য মেলা কঠিন বলেই মনে করছেন অমিত শাহরা। সে কারণেই শাহ-নাড্ডাদের নির্দেশে আগেভাগে রাজ্যে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় নেতারা। জনসংযােগ বাড়াতে আরও কী কী পদক্ষেপ করা যায় সে ব্যাপারে বাড়তি তৎপরতা রয়েছে বিজেপি নেতৃত্বের। আজকের বৈঠকে এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলােচনা হয়েছে।