মৃত্যুর বিনিময়ে সাফল্য অত্যন্ত পীড়াদায়ক,চোখে জল নিয়ে জানালেন দিলীপ

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Photo: IANS)

বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ।তাঁর চোখে জল দেখে রীতিমতাে হকচকিয়ে যান সভাগৃহে উপস্থিত অন্যরাও।রাজ্য রাজনীতিতে বরাবরই ‘ ডাকাবুকো ’ চরিত্রে দেখা গেছে দিলীপ ঘােষকে।বিরােধী পক্ষের সমালােচনা হােক বা রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরােধিতা করা,বরাবরই জোর গলায় নিজের এবং দলের বক্তব্য রাখতে দেখা গেছে তাঁকে।

কিন্তু রবিবার দলীয় কর্মীদের মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে চোখের জল সামলাতে পারেননি দিলীপ।প্রকাশ্য সভাগৃহেই চোখে জল আসে তাঁর।

রবিবার বিজেপির সদস্যকরণ কর্মসূচির সাংগঠনিক বৈঠক আয়ােজন করা হয়েছিল আইসিসির সভাগৃহে। সেখানে বক্তব্য রাখতে উঠেছিলেন তিনি।বক্তব্যে দিলীপ ঘােষ বলেন,সংসদে বাজেট অধিবেশনের মধ্যে প্রত্যেক সপ্তাহে রাজ্যে আসেন তিনি।প্রত্যেকবারেই কোনও না কোনও দলের কর্মীর মৃত্যুর সংবাদও পেতে হয় তাঁকে।


এই প্রসঙ্গে বলতে গিয়েই কান্নাতে গলা রুদ্ধ হয়ে আসে তাঁর।তিনি আরও বলেন,রােজ রাজ্যের কোথাও না কোথাও গিয়ে কর্মীদের মৃতদেহে মালা দিতে হচ্ছে তাঁকে।২০১৯ সালে লােকসভা নির্বাচনে বিজেপি সাফল্য পেলেও কর্মীদের মৃত্যুর বিনিময়ে সাফল্য অত্যন্ত পীড়াদায়ক বলেও জানান তিনি।

পাশাপাশি কান্না জড়ানাে গলায় এদিন রাজ্য বিজেপি সভাপতি জানান,মাঝে মধ্যে নিজেকে অপরাধী মনে হয়।রাজ্যের যেভাবে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে সেই নিরিখে খুব খারাপ সময় যাচ্ছে বলেও জানান তিনি।দিলীপকে কান্নায় বাকরুদ্ধ হতে দেখে প্রাথমিকভাবে হকচকিয়ে যান উপস্থিত অনেকেই।

দলের কর্মীদের একাংশের বক্তব্য, দলীয় কর্মীদের বরাবরই পরিবারের মতাে ভেবেছেন দিলীপ।তাই দলীয় কর্মীদের মৃত্যুর ঘটনা তাঁকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে বলেও দাবি গেরুয়া শিবিরের।