মুখ্যমন্ত্রীর উন্নয়নে সুবিধা পরিবারের, ধন্যবাদ জানাতে মুখ্যমন্ত্রীর কাছে ছোট্ট সায়ন্তিকা

‘কন্যাশ্রী’ র হাতেই কন্যাশ্রী’র স্বীকৃতি। ছোট্ট সায়ন্তিকা মালাকার, মালদহ জেলার মেয়ে। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সে।

সোজা মালদহ থেকে সাইকেল চালিয়ে সোজা কালীঘাট এ চলে এসেছে শুধু মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে।


তবে খালি হাতে নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সঙ্গে নিয়ে এসেছে মালদহ’র বিখ্যাত আমসত্ত্ব। আর বাবা- মাকে সঙ্গে নিয়ে সোজা হাজির কালীঘটে র বাড়িতে। কিন্তু হঠাৎ কেন?

আসলে এই ছোট্ট মেয়েটির ধন্যবাদ জানাতেই এসেছে মুখ্যমন্ত্রীর কাছে, কারণ সবুজসাথী, কন্যাশ্রীর মতো প্রকল্পে উপকৃত হয়েছে সায়ন্তিকার পরিবার।

অভাবের সংসারে এই প্রকল্পর ফলেই পড়াশোনা করতে পারছে তার দুই দিদি। যাদের একজনের স্নাতকোত্তর একজন স্নাতক।

এখানেই শেষ নয়, সরকারের দেওয়া স্কুল ড্রেস, আর মিড ডে মিলের সুবিধা নিয়ে লেখা পড়া করছে সায়ন্তিকা। আর তাই সরাসরি মালদহ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে।