এবার সাইবার প্রতারণার খপ্পরে স্কুল পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর শিক্ষা প্রকল্পের অধীনে ছাত্রদের ট্যাবের প্রায় দু লক্ষ আশি হাজার টাকা প্রতারণা হয়েছে জানিয়ে বর্ধমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। বর্ধমান শহরের সিএমএস হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্র ৪১২ জন। তার মধ্যে ২৮ জন ছাত্রের একাউন্টে মুখ্যমন্ত্রী শিক্ষা প্রকল্পের ট্যাবের টাকা ঢোকেনি। স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় মঙ্গলবার জানান, ২৮ জন ছাত্রের ট্যাব বাবদ প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা প্রতারণা হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই বিষয়ে ইতিমধ্যেই বর্ধমান সাইবার ক্রাইমে থানায় গোটা ঘটনার তদন্ত চেয়ে লিখিত দরখাস্ত করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, সেই টাকা অন্যের একাউন্টে চলে গেছে। এই নিয়ে সার্বিকভাবে ছাত্র এবং ছাত্রের অভিভাবকরা রীতিমতো চিন্তিত। প্রধান শিক্ষক মিন্টু রায় জানিয়েছেন, ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা ভবনের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়াও বর্ধমান সাইবার ক্রাইম ব্রাঞ্চে এফআইআর করা হয়েছে।