বাংলাদেশে চলতে থাকা অশান্তি এবং সংখ্যালঘু নিপীড়নের জেরে ২০২৫ এর কলকাতা বইমেলায় আমন্ত্রণ করা হয়নি কোনও বাংলাদেশি প্রকাশনাকে। শুধু তাই নয়, এবারের অর্থাৎ ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশি কোনও সিনেমা দেখানো হয়নি, ডাকা হয়নি কোনও বাংলাদেশি পরিচালক বা অভিনেতাকে। এইবার এই তালিকায় যুক্ত হল ডুয়ার্স উৎসবের নাম। প্রতি বছরই ওপার থেকে ব্যবসায়ীরা ইলিশ এবং শাড়ির সম্ভার নিয়ে উপস্থিত হন। এইবার আর তাঁদের আমন্ত্রণ করা হয়নি। ফলে এইবার ডুয়ার্স উৎসবে থাকছে না কোনও বাংলাদেশি স্টল।
সামনের মাস, অর্থাৎ জানুয়ারির ২ থেকে ১২ তারিখ অবধি আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ১৯তম ডুয়ার্স উৎসব। ১৯ বছর আগে, অর্থাৎ ২০০৫ সালে এই উৎসব শুরু হয়। এরই প্রস্তুতি উপলক্ষে আলিপুরদুয়ারের মহকুমা শাসক একটি বৈঠকে বসেন ডুয়ার্স উৎসব কমিটির সঙ্গে। সেখানেই ঠিক হয়, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশের কোনও স্টলকে এবারে আমন্ত্রণ জানানো হবে। অন্যান্য বছর ডুয়ার্স উৎসবে বাংলাদেশের দেওয়া স্টলে শাড়ি, পদ্মার ইলিশের মতো লোভনীয় জিনিস পাওয়া যায়। তবে, এইবার তা আর হবে না। বাংলাদেশের ব্যবসায়ীদের ব্রাত্য করেই ডুয়ার্স উৎসবে শামিল হবেন আলিপুরদুয়ারবাসী।
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা একের পর ঘটেই চলেছে। গ্রেপ্তার করা হয়েছে হিন্দু ধর্মনেতা চিন্ময় প্রভুকে। ধর্মীয় স্থানের উপরেও চলছে কালাপাহাড়ি অত্যাচার। ঢাকার ইসকন সেন্টারে শনিবার আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় লক্ষ্মী-নারায়ণের মূর্তিও। সংখ্যালঘুদের নিরাপত্তা যাতে বজায় থাকে, সেই ব্যাপারে ইউনূস সরকারকে সতর্ক করেছে ভারত সরকার। এই পরিস্থিতিতে ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি আগামী ৯ তারিখ বাংলাদেশে যাচ্ছেন।