পার্ক স্ট্রিট থেকে ধৃত এক বাংলাদেশি

প্রতীকী ছবি।

নাম ভাঁড়িয়ে বহাল তবিয়তে কাজ করছিলেন পার্ক স্ট্রিটের হোটেলে। অবশ্য শেষ পর্যন্ত শেষরক্ষা হল না। পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেল থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হল বাংলাদেশের এক নাগরিককে। বছর দুয়েক আগে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেন ধৃত ব্যক্তি। তার পর নাম ভাঁড়িয়ে ভারতীয় পাসপোর্ট বানান অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সেলিম মাতব্বর। ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ডের ফোটোকপি উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে। অবশ্য ওই সমস্ত নথিতে নাম ছিল রবি শর্মা। পাসপোর্টে ‘জন্মস্থান’ হিসেবে উল্লেখিত হয়েছে রাজস্থান। দিল্লির একটি ঠিকানাও ব্যবহার করা হয়েছে। ভারতীয় পাসপোর্টটি জাল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ১৪ ফরেনার্স অ্যাক্ট এবং জালিয়াতির ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

বাংলাদেশের মাদারিপুরে বাসিন্দা সেলিম একসময় সক্রিয়ভাবে রাজনীতি করতেন। বিএনপির সদস্য ছিলেন তিনি। রাজনৈতিক ঝামেলার কারণেই বাড়ি ছাড়তে বাধ্য হন সেলিম। দু’বছর আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে নদিয়া জেলায় ঢুকেছিলেন সেলিম। এরপর কলকাতায় চলে আসেন। ভুয়ো তথ্য দিয়ে ভারতীয় পাসপোর্টও বানান।


সেই সমস্ত নথি ব্যবহার করে পার্ক স্ট্রিট অঞ্চলের মারকুইস স্ট্রিটের একটি হোটেলে চাকরি নেন সেলিম। সেলিমের সঙ্গে কোনও আন্তর্দেশীয় অপরাধচক্রের যোগাযোগ থাকতে পারে বলেও সন্দেহ করছেন তদন্তকারী আধিকারিকেরা। সেলিমের ভারতে আসার উদ্দেশ্য ঠিক কী ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ নভেম্বর মধ্য কলকাতার ওই গেস্ট হাউজ থেকে তিনি চলে যান। কিছু জিনিসপত্র রেখে গিয়েছিলেন সেখানে। সেই জিনিসপত্র নিতে আসার সময় তাঁকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ।