পুলিশ পরিচয় দিয়ে বিহারের পরীক্ষার্থীকে হেনস্থা বাংলা পক্ষ’র

শিলিগুড়িতে বিহারের দুই চাকরিপ্রার্থীকে হেনস্থার অভিযোগে বাংলা পক্ষের দুই সদস্য রজত ভট্টাচার্য ও গিরিধারী রায়কে গ্রেপ্তার করল পুলিশ। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ২ জনকে কান ধরে ওঠবস করানো হচ্ছে। পাশাপাশি ভিডিওতে শোনা যাচ্ছে, ‘আরে আইবি। হামলোগ পুলিশ হ্যায়। এই যে আইবি’। যদিও পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে অভিযুক্তরা আইবি বা পুলিশের লোক নন। এসব বিতর্কের মধ্যেই এক্স হ্যান্ডেল থেকে উধাও হয়ে যায় বাংলা পক্ষের অন্যতম সদস্য গর্গ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট।

উল্লেখ্য, আধা সামরিক বাহিনীর নিয়োগের ফিজিক্যাল টেস্ট দিতে শিলিগুড়িতে এসেছিলেন বিহারের দুই জন যুবক। তাঁরা এ জন্য রানিডাঙায় একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন। সেই সময় তাঁদের বাড়িতে গিয়ে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তারের পর ধৃতরা জানিয়েছেন, বিহার ও উত্তরপ্রদেশ থেকে অনেকেই জাল শংসাপত্র বানিয়ে পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে আসেন। বিহারের এই ২ যুবকের বিরুদ্ধে এরকমই অভিযোগ তুলেছিলেন অন্যান্য প্রার্থীরা। ঘটনাটি বাগডোগরা থানাতেও জানানো হয়। পুলিশকে জানিয়েই তাঁরা রানিডাঙার ওই ভাড়াবাড়িতে গিয়েছিলেন বলে দাবি করেন ধৃতরা।  অভিযুক্তদের দাবি, তাঁরা নিজেদের পুলিশ বা আইবি বলে পরিচয় দেননি। ভিডিও করার সময় আশপাশ থেকে কেউ এই দাবি করে থাকতে পারেন।