অজানা জ্বরে মৃত্যু নার্সের, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

অজানা জ্বরে মৃত্যু হল এক নার্সের। হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ওই নার্সের পরিবার। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতালের। ওই হাসপাতালেই কাজ করতেন মৃত নার্স ছন্দা বর্মন (২৬)। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

বিগত কয়েকদিন ধরে প্রবল জ্বরে ভুগছিলেন ছন্দা। বালুরঘাটের জেলা হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। রবিবার তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। ওই দিনই মৃত্যু হয় তাঁর। ওই নার্সের পরিবারের অভিযোগ, হাসপাতালে সঠিক চিকিৎসাই হয়নি মেয়ের। ঠিক কোন সময় ওই নার্সের মৃত্যু হয়েছে, তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, মেয়ে কখন মারা গিয়েছে বা ঠিক কী হয়েছে তাও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি।

বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুরের বাসিন্দা ছন্দা বেশ কয়েকদিন জ্বরে ভুগছিলেন। জ্বর নিয়েই হাসপাতালে ডিউটি করছিলেন তিনি। এর ফলে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ছন্দাকে। তাঁর পরিবারের দাবি, ছন্দার প্লেটলেট ৪০ হাজারে নেমে এসেছিল।


বালুরঘাট হাসপাতালের পাশপাশি প্রাইভেট চেম্বারে এক ডাক্তারকেও দেখিয়েছিলেন ওই নার্স। সেখানকার চিকিৎসকের পরামর্শ মেনেই রক্ত পরীক্ষা করান তিনি। সেই সময়ই দেখা যায়, তাঁর প্লেটলেট ৪০ হাজারে নেমে এসেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই নার্স ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। ডেঙ্গুর কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গুর দাপট দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।