আবার কি তৃণমূল কংগ্রেসে আসছেন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলের সেটা কেবল সময়ের অপেক্ষা।
শোভন-বৈশাখী জুটি ফিরবেন কিনা তা নিয়ে আরো বেশি জল্পনা সৃষ্টি হয় যখন তারা নবান্নে প্রায় এক ঘণ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শোভন জানান, ‘‘দিদির লক্ষ্য বাস্তবায়িত করা আমার কাজ।’’
শুধু তাই নয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও জানান,অভিমানের যে প্রাচীর ছিল দিদি-ভাইয়ের মধ্যে তা ভেঙে গেছে।
আজ যেন পুরনো শোভনকে দেখতে পেলাম। আমি চাই ও তাড়াতাড়ি নিজের রাজনৈতিক জীবন আবার শুরু করুক।
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আচমকাই বৈঠক রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে। এই বৈঠকের পর শোভনের ঘরে ফেরা কেবলমাত্র সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও ২০২১ সালে সেই দল ত্যাগ করেন দুজনে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন চট্টোপাধ্যায় জানান, অনেকদিন পর নবান্নে এলাম। যদিও মমতা দি’র সঙ্গে আমার এর মাঝে দেখা হয়েছে।
আজ তার সঙ্গে কথা হল, নানা বিষয় তাতে উঠে এসেছে। দিদি’র সাথে কথা হবে, অনুরোধ, পরামর্শ সব থাকবে, সেটাই তো স্বাভাবিক। রাজনৈতিক কথাবার্তাও যে হবে, সেটাও স্বাভাবিক।