বারাসতের বছর তিনেকের এক শিশুর হৃদযন্ত্রে ফুটো। এবার তার চিকিৎসার দায়িত্ব নিলেন বারাসতের তৃণমূল সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার। চিকিৎসক সাংসদের তত্ত্বাবধানে বারাসত মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের সুপারিনটেনডেন্ট ডা. সুব্রত মন্ডলের কাঁধে শিশুর অস্ত্রোপচার-সহ যাবতীয় চিকিৎসার দায়ভার অর্পণ করা হল। প্রসঙ্গত, রবিবার ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন’-এর উত্তর ২৪ পরগনা শাখার উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্যশিবির আয়োজিত হয় বারাসতে। এদিন বারাসত পৌরসভার ২নং, ১৩নং এবং ৩৩নং ওয়ার্ডকে কেন্দ্র করে আয়োজিত হয় সংশ্লিষ্ট শিবির। অর্থোপেডিক, কার্ডিয়াক, ডেন্টাল-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে প্রায় ৩০০ জন রোগীর বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা প্রদান করেন।
উল্লেখ্য, ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন’-এর উত্তর ২৪ পরগনা শাখার উদ্যোগে এটিই প্রথম বিনামূল্যের স্বাস্থ্যশিবির আয়োজিত হল। সুব্রত মন্ডল জানিয়েছেন, আগামীদিনে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক এই ক্যাম্প আয়োজিত হবে। এদিনের শিবিরে উপস্থিত থেকে শিশুর হৃদযন্ত্রের সমস্যা খতিয়ে দেখেন চিকিৎসক সাংসদ খোদ। এরপরই তিনি শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব অর্পণ করেন ডা. সুব্রত মণ্ডলের কাঁধে। এর প্রেক্ষিতে সুব্রত মন্ডল বলেন, ‘শিশুর চিকিৎসার দায়িত্ব সাংসদ আমাকে দিয়েছেন। সেই মত তাকে বুধবার হাসপাতালে আসতে বলা হয়েছে। যাবতীয় টেস্টের পর পরবর্তী চিকিৎসা হবে।’
এদিনের শিবির থেকে সাংসদ তথা সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গড়ে দেওয়া প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য উচ্চমানের স্বাস্থ্যসেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া। কোনো মানুষ যেন অর্থ এবং পরিকাঠামোর অভাবে বিনা চিকিৎসায় না ভোগেন, সেটাই আমাদের সুনিশ্চিত করতে হবে। জোর দিতে প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যেখানে মানুষ স্বাস্থ্যসেবার অভাব বোধ করেন। শহর থেকে গ্রামাঞ্চলের প্রত্যেক দুঃস্থ পরিবারের কাছে সুচিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’