• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

সরকারি অফিসকে তৃণমূলের অফিস করা বন্ধ করতে হবে:বাবুল

মঙ্গলবার সকালে বার্নপুরে রাধানগরে এক সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আসানসােলের সাংসদ বাবুল সুপ্রিয় জানান,রাজ্য সরকারের জমি নীতির কারণে এখানে শিল্পপতিরা আসতে চাইছেন না।

বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Photo: IANS)

মঙ্গলবার সকালে বার্নপুরে রাধানগরে এক সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আসানসােলের সাংসদ বাবুল সুপ্রিয় জানান,রাজ্য সরকারের জমি নীতির কারণে এখানে শিল্পপতিরা আসতে চাইছেন না।তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষ রায় দিয়েছে বলে গতবারের চেয়ে বেশি ভােটে জিতেছেন তিনি।তৃণমূল সরকার রাজ্যের সমস্ত সরকারি অফিসকে দলীয় কার্যালয় বানিয়ে নিয়েছে।যে নােংরা মানসিকতা নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চলছে তার উপযুক্ত জবাব জনগণ দিয়েছে।

তিনি কটাক্ষ করে বলেন , সুচিত্রা সেনের যে সব হাের্ডিং এখনও লাগানাে আছে সেগুলাে সরিয়ে নিতে,কারণ,মুনমুন সেন জেতার জন্য সুচিত্রা সেনের ছবি লাগিয়েছিলেন মুনমুন।হেরে যাবার পর সুচিত্রার ছবিগুলােকে সরিয়ে দিতে হবে । কারণ সুচিত্রা সেনের মতাে ব্যক্তিত্বকে এতে অপমান করা হচ্ছে।