• facebook
  • twitter
Monday, 16 September, 2024

বৃদ্ধ দম্পতিকে ভয় দেখিয়ে লুটের চেষ্টা, বাড়ির পরিচারকসহ ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি– ভর সন্ধ্যেবেলায় দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে দুষ্কৃতী হানা। চলল এক রাউন্ড গুলিও। আতঙ্কে আবাসনের বাসিন্দারা।  বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ টানার ৬৮ নম্বর লেক অ্যাভিনিউ রোডে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে টালিগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, এদিন সন্ধ্যে বেলায় আবাসনের ন’তলায় বয়স্ক দম্পতি দেবাশিস দে এবং পুনম দের ঘরে জোর পূর্বক ঢুকে

নিজস্ব প্রতিনিধি– ভর সন্ধ্যেবেলায় দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে দুষ্কৃতী হানা। চলল এক রাউন্ড গুলিও। আতঙ্কে আবাসনের বাসিন্দারা।  বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ টানার ৬৮ নম্বর লেক অ্যাভিনিউ রোডে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে টালিগঞ্জ থানার পুলিশ।
অভিযোগ, এদিন সন্ধ্যে বেলায় আবাসনের ন’তলায় বয়স্ক দম্পতি দেবাশিস দে এবং পুনম দের ঘরে জোর পূর্বক ঢুকে পড়ে অভিযুক্তরা। ঘরে লুটপাট চালাতে থাকে তারা। গৃহকর্ত্রী আতঙ্কে চিৎকার করে উঠতেই ঘর ছাড়েন তারা। একই সঙ্গে শূন্যে গুলি ছোড়ারও অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, ওই আবাসনেই বিগত দুমাস ধরে সাফাইয়ের কাজ করতেন ঝাড়খণ্ডের বাসিন্দা সঞ্জয়। বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় সঞ্জয় তাঁর দুই পরিচিতকে নিয়ে আবাসনের ন’তলায় ওঠে। পূর্ব পরিচিত হওয়ায় দরজা খুলে দেন দেবাশিস দে। তারপরেই ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে ভয় দেখিয়ে লুট করার চেষ্টা করেন তাঁরা। সূত্রের খবর, বৃদ্ধ দম্পতিকে বেধে লুট করার উদ্দেশ্যেই ছিলেন ধৃতরা। অন্যদিকে, এদিন সকালেও বাড়ির কোথায় কী রয়েছে, তা রেইকি করেন সঞ্জয়। এদিন ধৃতদের আদালতে তোলা হলে আগামী ১৫ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার হয়নি বলেই খবর।