তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, তুমুল বোমাবাজির অভিযোগ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মাড়াইকুড়া এলাকার ঘটনা। বৃহস্পতিবার ভোরে মাড়াইকুড়া পঞ্চায়েতের প্রধান তৃষা রায়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক তৃণমূলকর্মীকে আটক করেছে। ঘটনার নেপথ্যে রাজনীতি নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মাড়াইকুড়া পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন তৃষা রায়। রায়গঞ্জ শহর লাগোয়া দেবীনগর এলাকায় বাড়ি তাঁর। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা নাগাদ তৃষার বাড়িতে ঢুকে হামলা চালায় একদল যুবক। বড় বড় পাথর ছুড়ে বাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলার পাশাপাশি গালিগালাজও করা হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন তৃষা ও তাঁর পরিবারের সদস্যরা।
হামলার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, তনয় শর্মা নামে একজনকে আটক করা হয়েছে। হামলার খবর পেয়ে তৃষার বাড়িতে আসেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দাসের ছেলে পার্থ দাস। প্রধানের স্বামী তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ-সভাপতি কুশল প্রামাণিকের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা লেগে যায় তাঁর। কুশলের অভিযোগ, পার্থ দাসের মদতেই হামলা চালানো হয়েছে। যদিও পার্থর দাবি, তিনি হামলার ঘটনা সম্পর্কে জানেন না। হামলার খবর পেয়েই তিনি পঞ্চায়েত প্রধানের বাড়িতে আসেন।
বৃহস্পতিবার সকালে গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও তৃষার বাড়িতে যান। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ঘটনাস্থলে গিয়ে বলেন, যারা হামলা চালিয়েছেন, তারা দলের কেউ নয়। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করবে। এদিকে গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত মাড়াইকুড়া পঞ্চায়েতের প্রধান তৃষা রায়। তিনি বলেন, আমি শাসক দলের প্রধান। তা সত্ত্বেও আমার উপর হামলা হল। তাহলে সাধারণ মানুষের কী অবস্থা?