আসিফ ছিল দক্ষ হ্যাকার, বিট কয়েন জুয়ার সঙ্গেও ছিল জড়িত

প্রতীকী ছবি (File Photo: iStock)

কালিয়াচক হত্যাকাণ্ডে নতুন রহস্য। পুলিশ জানাল, টাকার জন্যই বাবা, মা, বােন এবং ঠাকুমাকে খুন করেছে মহম্মদ আসিফ। শনিবার বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে চারজনের পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। 

ইতিমধ্যে আসিফকে পুলিশ গ্রেফতার করেছে। কেন চারজনকে আসিফ খুন করল তা নিয়ে তদন্ত শুরু হতে পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জেরায় আসিফ পুলিশকে জানিয়েছে, টাকার জন্যই সে খুন করেছে। 

পুলিশ জানতে পেরেছে আসিফ একজন দক্ষ হ্যাকার। মাস দু’য়েক আগে সাইবার অপরাধের জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছিল। বিট কয়েন জুয়ার সঙ্গেও আসিফ জড়িত। এই জুয়ার মাধ্যমে লক্ষাধিক টাকা উপার্জন করেছিল আসিফ। 


পরিবারের সদস্যদের কাছে আসিফ পচিশ থেকে তিরিশ লক্ষ টাকা দাবি করে। আসিফকে টাকা দেওয়ার জন্য তার বাবা কয়েক বিঘা লিচু বাগান এবং দুটো লরিও বিক্রি করে দেয়। কিন্তু তাও আসিফকে সন্তুষ্ট করা যায়নি। এই টাকা না দিতে পারার ফলেই খুন বলে মনে করছে পুলিশ। 

জাওয়াদ আলি, তার মা আলেকজান খাতুন, স্ত্রী ইরাবিবি এবং মেয়ে আরিফা খাতুনকে খুন হতে হয় আসিফের দ্বারা। আসিফের ভাই আরিফ পুলিশে অভিযােগ দায়ের করেছে। সেই অভিযােগের ভিত্তিতে পুলিশ আসিফকে গ্রেফতার করেছে।