মায়ের মৃত্যুর জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলা ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। এবার সেই প্যারোলের ছুটির মেয়াদ বাড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি। এই মেয়াদ বাড়ানোর কারণ হিসেবে তিনি দাবি করেছেন যে, মায়ের মৃত্যুতে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। তাই বাড়িতেই থাকতে চাইছেন অর্পিতা। এছাড়াও মায়ের পরলৌকিক ক্রিয়াও করতে চাইছেন তিনি। তাই আরও কিছুদিন ছুটির প্রয়োজন তাঁর।
সেকারণে ছুটির মেয়াদ বাড়াতে, হাইকোর্টের কাছে আবেদন করতে চলেছেন তিনি।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হয় অর্পিতার মায়ের। রাতেই খবর পৌঁছয় জেলে। বৃহস্পতিবার সকালেই প্যারোলে মুক্তির আবেদন করেন অর্পিতা। ওইদিনই প্যারোলে ছুটি নিয়ে বেলঘরিয়ার বাড়িতে ফিরেছেন অর্পিতা।
উল্লেখ্য, আই জি (কারা)-এর হাতে কোনও অভিযুক্তকে পাঁচ দিনের প্যারোলে ছুটি দেওয়ার ক্ষমতা আছে। প্রাথমিকভাবে তিনি দু’দিনের ছুটি মঞ্জুর করেছিলেন। পরে তা আরও দুদিন অর্থাৎ সোমবার অবধি বাড়ানো হয়েছে। ফলে, আজ সোমবার অর্পিতা মুখোপাধ্যায়কে জেলে ফিরে যেতে হবে। কিন্তু অর্পিতার দাবি, এখন মানসিকভাবে অস্থির অবস্থায় রয়েছেন তিনি। তাই আরও কয়েকদিন বাড়িতে থাকতে চান।
প্রসঙ্গত, ২০২২ সালে ২৩ জুলাই অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে টানা তল্লাশি চালায় ইডি। সেখান থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়। ইডির অভিযোগ ছিল, এই বিপুল অঙ্কের টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে সম্পর্কযুক্ত। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। তখন থেকেই জেলবন্দি তিনি। একাধিকবার মায়ের অসুস্থতার কথা জানিয়ে জামিন চেয়েছিলেন অর্পিতা। কিন্তু সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায় আদালতে। ফলে, মায়ের সঙ্গে সেভাবে দেখা সাক্ষাৎ করতে পারেননি তিনি। যোগাযোগ বলতে মাঝেমধ্যেই শুধু ফোনে কথা হতো। অবশ্য মেয়ের বাড়ি ফেরার অপেক্ষা করতেন তিনি। প্রতিবেশীদের সেকথা বলতেনও তিনি। কিন্তু জীবদ্দশায় মেয়ের সঙ্গে আর দেখা হল না-তাঁর।