• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

অর্জুন সিংয়ের বাড়ির অদূরে ফের বােমাবাজি

এনআইএ তদন্তভার নেওয়ার ২৪ ঘণ্টা পেরনাের আগেই ফের বােমাবাজির ঘটনা অর্জুন সিংয়ের বাড়ির কাছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মজদুর ভবন সংলগ্ন এলাকায়।

অর্জুন সিং (File Photo: IANS)

এনআইএ তদন্তভার নেওয়ার ২৪ ঘণ্টা পেরনাের আগেই ফের বােমাবাজির ঘটনা অর্জুন সিংয়ের বাড়ির কাছে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় মজদুর ভবন সংলগ্ন এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে জগদ্দল থানার পুলিশ।

গত মঙ্গলবার মাঝরাতে বােমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া এলাকা। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে তিনটি বােমা ছোঁড়া হয়। সেভাবে কোনও ক্ষতি না হলেও, বাড়ির দেওয়ালে হামলার চিহ্ন ছিল স্পষ্ট। ঘটনার জেরে মাঝরাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আশেপাশের এলাকায়।

সাংসদ অর্জুন সিং অভিযােগ করেন, শুধু তাঁর বাড়িই নয়, দুষ্কৃতীদের নিশানায় ছিলেন তাঁর নিরাপত্তায় মােতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযােগ তুলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেন বারাকপুরের বিজেপি সাংসদ।

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনের বােমাবাজির ঘটনার তদন্তে এনআইএ। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সােমবারই ওই ঘটনায় মামলা রুজু করেছে তদন্তকারী সংস্থা। এবিষয়ে ইতিমধ্যেই সাংসদ পুত্র পক সিংয়ের সঙ্গে ফোনে এবিষয়ে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা।

মঙ্গলবার এনআইএ আধিকারিকরা যেতে পারেন অর্জুন সিংয়ের বাড়িতে। এর মধ্যেই মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ ফের বােমাবাজির ঘটনা ঘটে অর্জুন সিংয়ের বাড়ি সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, মজদুর ভবনের পিছনে প্রায় ২০০ মিটার দূরে একটা ফাঁকা জমি আছে। সেখানে বােমাবাজি করা হয়। অর্জুন সিংয়ের অভিযােগ, ভয় দেখানাের জন্যই লাগাতার বােমাবাজি করা হচ্ছে। তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক পর্যাপ্ত তদন্তের দাবি জানিয়েছেন।