অর্জুন সিং-এর গড়েই ভোট লুটের অভিযোগ

অর্জুন সিং (File Photo: IANS)

অর্জুন সিং-এর গড়েই ভোট লুটের অভিযোগ তুলে হাউমাউ করে কাঁদতে দেখা গেল ভাটপাড়া এক নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাকেশ সিংহকে। অন্যদিকে বহিরাগতদের এনে বুথ দখলের চেষ্টার অভিযোগে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ায়।

এদিন বহিরাগতদের তাড়া করেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাল্টা বিজেপি সাংসদ অর্জুন সিংহকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের জগদ্দল ১ নম্বর গলির গণেশ প্রাইমারি স্কুলে।

এখানেই বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অর্জুন সিংহকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।


বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, ভুয়া ভোটারদের লাইনে দাঁড় করাচ্ছেন তৃণমূল পার্থীর ছেলে। আর বিজেপি প্রার্থী ছেলে তাদেরকে লাইন থেকে সরানোর চেষ্টা করতেই দু’পক্ষের মধ্যে বচসা বেড়ে যায় বলে অভিযোগ।

এই উত্তেজনার মাঝেই পুলিশের ম্যাগাজিন পড়ে যায়। জখম হন এক পুলিশ কর্মী। অর্জুন সিংহের দাবি এদিন বহিরাগতরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। যদিও পুলিশ এ কথা অস্বীকার করেছে।

এদিন ভোট লুটের অভিযোগ তুলে কেঁদেই পেলেন ভাটপাড়া এক নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাকেশ সিংহ। ভাটপাড়া হাইস্কুলে ভোট লুট চলছে বলে অভিযোগ তুলে তিনি রাস্তায় বসে পড়েন।

এদিনই ভাটপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীগান্ধি বিদ্যাপীঠে ইভিএম ভাঙচুর করার অভিযোগ ওঠে। ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে ভোট শুরুর এক ঘন্টা পর ইভিএম মেশিন ভেঙে দেন বিজেপি পার্থীর স্বামী। ঘটনা সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী।