সোমনাথ শ্যামকে হত্যার চক্রান্ত করছেন অর্জুন সিং, অভিযোগ পার্থ ভৌমিকের

পার্থ ভৌমিক। ফাইল চিত্র।

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় বিহার–যোগ সামনে এসেছে। এই আবহে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তাঁর অভিযোগ, বিহারের গ্রুপ ভাড়া করে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং। যদিও এই অভিযোগের জবাব দিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন।

ইতিমধ্যেই সোমনাথ শ্যামের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন পার্থ ভৌমিক। তাঁর কথায়, ‘পুলিশ কমিশনারকে জানিয়েছি। সোমনাথ শ্যামের নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছি। সোমনাথ শ্যামকে খুন করতে বিহার থেকে বড় গ্রুপ ভাড়া করা হয়েছে। আমি সোমনাথকে বলেছি একটা ১৬৪ করে রাখতে। সোমনাথ শ্যাম মারা গেলে অর্জুন সিং দায়ী থাকবে। অর্জুন সোমনাথের কাছে হেরে গেছে বলে এই আক্রোশে এটা করতে পারে।’
পার্থর এই অভিযোগ প্রসঙ্গে সোমনাথ শ্যামও অর্জুনের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর দাবি, অর্জুন ছাড়া তাঁর আর কোনও শত্রু নেই। সোমনাথের কথায়, ‘কয়েকজন মানুষ আমাকে পথ থেকে সরাতে চাইছে। যাদের অসুবিধা হচ্ছে। অর্জুন ছাড়া ব্যারাকপুরে কিংবা গোটা বাংলায় আমার আর কোনও শত্রু নেই। বিভিন্ন খুনে মদত রয়েছে অর্জুন সিংয়ের। ও ভাবছে সোমনাথ পথের কাঁটা। বিহার থেকে যে ক্রিমিনালরা আসছে তাঁদের সঙ্গে ওঁর পরিবারের আঁতাত আছে। সোমনাথ শ্যাম ভয় পায় না। পিছু হঠব না। ঘরেও ঢুকে যাব না।’
অপরদিকে পার্থ ও সোমনাথের এই অভিযোগের জবাব দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, তাঁকে ভাড়া করে খুন করাতে হবে না, সোমনাথ শ্যাম জনরোষের শিকার হবেন। অর্জুনের কথায়, ‘জগদ্দল, ভাটপাড়ার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে সোমনাথ শ্যাম। মাদক ব্যবসায়ীদের মদত দিচ্ছেন তিনি। সোমনাথ শ্যামের বিরুদ্ধে জনরোষ তৈরি হচ্ছে। আমাকে ভাড়াটে খুনি আনতে হবে না। জনরোষের শিকার হবেন সোমনাথ শ্যাম। যা লুঠপাট করছে… বিহার থেকে ওদের লোক আনতে হবে। যা অত্যাচার করছে পাবলিকই পিটিয়ে দেবে। তোলাবাজি, অত্যাচার, হুকিং লাইন থেকে শুরু করে পুকুর ভরাট সব করছে।’ তিনি আরও বলেন, ‘আমি যদি সুপারি কিলার ভাড়া করে এনে থাকি, পুলিশ তাঁদের ধরছে না কেন? আসলে তৃণমূলের ভিতরেই চূড়ান্ত গোষ্ঠীসংঘর্ষ চলছে। নিজেরাই নিজেদের নেতা–কর্মীদের খুনের চেষ্টা করছে। মুখ বাঁচাতে এখন তাঁরা আমাকে নিশানা করছে।’ সোমনাথের ‘শত্রু’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে অর্জুন এদিন বলেন, ‘সোমনাথকে আমি শত্রু মনে করতে যাব কেন? তিনি আমার কোনও লেভেলেই পড়েন না। ওঁকে শত্রু মনে করার মতো সময়ও আমার নেই। আসলে সোমনাথের বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু হবে। তার আগে তিনি রাজ্য পুলিশ দিয়ে নিজের নিরাপত্তা বলয় সাজিয়ে নিতে চাইছেন। তাই, আমার বিরুদ্ধে হাওয়ায় মিথ্যা অভিযোগ ভাসিয়ে দিয়ে তিনি সে সব সুবিধা নিতে চাইছেন।’