• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের

শনিবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে তাঁরা নবান্ন অভিযানের ডাক দেন। তাঁদের দাবি, স্পষ্ট বার্তা চাই, প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই।

নিজস্ব চিত্র

২০১৬ এসএসসি নিয়োগ নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য সরকারকে দুষলেন চাকরিহারারা। অভিযোগ, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই তাঁদের চাকরি গিয়েছে। আর সেই অভিযোগকে সামনে রেখে ২১ এপ্রিল নবান্ন অভিযানে নামতে চলেছেন চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের যৌথ সংগঠন। এ ব্যাপারে শনিবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে তাঁরা নবান্ন অভিযানের ডাক দেন। তাঁদের দাবি, আমরা আর প্রতিশ্রুতি নয়, স্পষ্ট বার্তা চাই, প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই।

এই অভিযানের উদ্দেশ্যে একটি বিশেষ সংগঠন তৈরি করেছেন সদ্য চাকরিহারারা। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ নামে এই সংগঠন তৈরি করে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। তাঁদের পক্ষ থেকে রাজ্য সরকারকে একটি সময়সীমা বেঁচে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ১৫ এপ্রিলের মধ্যে মুখ্যমন্ত্রী সংগঠনের সঙ্গে আলোচনা করে কোনও সদর্থক বার্তা না দিলে ১২-১৩টি সংগঠন যৌথ ভাবে নবান্ন অভিযানে অংশগ্রহণ করবে।

সংগঠনের এক নেতার বক্তব্য, ‘আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী মানবিক। কিন্তু উনি অমানবিক মুখ্যমন্ত্রী। সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষকা ও শিক্ষা কর্মীরা। আমারও এই বঞ্চনার শিকার। আমরা আর প্রতিশ্রুতি নয়, স্পট বার্তা চাই, বাস্তবায়ন চাই।’