জেল থেকে বেল পেলেন অনুব্র‍ত, সোমবার রাতেই ফিরছেন বীরভূমে

অবশেষে গারদ থেকে মুক্তি পেলেন ‘কৃষ্ণ’৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ সোমবার রাতে জেল থেকে ছাড়া পেলেন বীরভূমের দুঁদে তৃণমূল কংগ্রেস নেতা ও জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। হাসিমুখে তিহার জেলের তিন নং ফাটক দিয়ে বেরিয়ে আসেন তিনি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কন্যা সুকন্যা। প্রসঙ্গত, সুকন্যা নিজেও কিছুদিন আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন। সঙ্গে ছিলেন রামপুরহাটের তৃণমূল নেতা সৈয়দ সিরাজ জিম্মি, আউসগ্রাম বিধানসভার তৃণমূলের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার প্রমুখরা। তিহার থেকে গাড়ি সোজা রওনা দেয় ইন্দিরা গান্ধী বিমানবন্দরের দিকে। গন্তব্য দমদম হয়ে বীরভূম। আজকেই নিজের এলাকায় ফিরতে চান অনুব্রত।

গরু পাচার মামলায় ২ বছর আগে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে ২০২২ সালে গ্রেপ্তার হন তিনি। আসানসোল জেলে বছরখানেক পর গত বছর থেকে তাঁর ঠিকানা হয় তিহার জেল। বহুবার তিনি জামিনের জন্য আবেদন জানালেও তা খারিজ করে দেওয়া হয় এই বলে, যে তিনি প্রধান অভিযুক্ত। অবশেষে গত শুক্রবার ইডি ও সিবিআই, উভয়ের থেকেই জামিন পান অনুব্র‍ত। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে জামিন দেয়। তবে, আইনি জটিলতার কারণে মুক্তি পেতে পেতে আরও দুদিন লেগে যায় তাঁর।