• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

বীরভূমে তৃণমূলের বৈঠকে অনুপস্থিত অনুব্রত সহ দুই নেতা

নিজেই ডেকেছেন বৈঠক। অথচ নিজেই সেখানে অনুপস্থিত । বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে অনুব্রত-র অনুপস্থিতিকে ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে।

ফাইল চিত্র

নিজেই ডেকেছেন বৈঠক। অথচ নিজেই সেখানে অনুপস্থিত । বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে অনুব্রত-র অনুপস্থিতিকে ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুব্রতকে কোর কমিটির চেয়ারপার্সন করা হয়েছিল। দলনেত্রীর হুকুম, মাসে অন্ততপক্ষে দু’বার কোর কমিটির বৈঠক বসবে। চেয়ারপার্সন হওয়ার সুবাদে শনিবারে কোর কমিটির বৈঠক ডেকেছিলেন অনুব্রত। কিন্তু নিজেই সেখানে ছিলেন না। অনুপস্থিত ছিলেন অপর সদস্য সুদীপ্ত ঘোষও।

সূত্রের খবর, বোলপুরের পার্টি অফিসের বদলে মহম্মদবাজারে গিয়েছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। যোগ দিয়েছিলেন দেউচা-পাঁচামি নিয়ে হওয়া একটি বৈঠকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দেউচায় খননকার্য শুরু হয়েছে। কিন্তু আদিবাসীরা এই কাজের বিরোধিতা করতে চড়কা ফেলে কাজে বাধা দিচ্ছিল। এই সমস্যা সমাধানের জন্য তৈরি হয় ৩০ জনের একটি বৈঠক। এই বৈঠকে থাকছে প্রশাসনের সদস্যরাও। এঁদের মধ্যে রয়েছেন অনুব্রত মন্ডল। জানা গিয়েছে , শনিবার কোর কমিটির বৈঠকের পরিবর্তে অনুব্রত মহম্মদবাজারে ব্লক অফিসে ডাকা দেউচা-পাঁচামির বৈঠকে ছিলেন।

কিন্তু নিজের ডাকা বৈঠকে উপস্থিত না থাকা নিয়ে তিনি কোনো মন্তব্যই করেননি। এর আগে কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দলের অপর শীর্ষ নেতা কাজল শেখ। এদিন কাজলসহ অন্যান্য সদস্য উপস্থিত থাকলেও অনুব্রতের অনুপস্থিতি ফের জল্পনার সৃষ্টি করেছে।