বীরভূমের ইলামবাজারে সিবিআইয়ের ক্যাম্পে শুক্রবার তলব করা হয়েছিল। কিন্তু অনুব্রত শারীরিক অসুস্থতার কারণে সিবিআইয়ের ডাকে সাড়া দিতে পারছেন। না বলে তাঁর আইনজীবী মারফত সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে জানিয়েছেন।
বিজেপি কর্মী গৌরব সরকারের হত্যা মামলায় কারা কারা জড়িত, তার হদিশ পেতে তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নামও।
সে কারণে তৃণমূল কংগ্রেসের এই প্রভাবশালী নেতার কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায় কিনা গৌরব সরকার হত্যা মামলায়, তা জানার জন্যই তাঁকে তলব করা হয়।
কিন্তু বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সিবিআইকে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। সে কারণে তিনি সিবিআইয়ের ডাকে সাড়া দিতে পারছেন না। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ফের অনুব্রতকে তলব করবে তারা।