খড়গপুর আইআইটিতে ফের ছাত্র আত্মঘাতী

আইআইটি খড়গপুর। ফাইল চিত্র।

খড়গপুর আইআইটিতে ফের আত্মঘাতী হল এক ছাত্র। আত্মঘাতী ছাত্রের নাম শাওন মল্লিক (২১)। সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং -এর তৃতীয় বর্ষের ছাত্র। খড়গপুর আইআইটিতে আজাদ হলে ২২৬ নম্বর রুমে থাকতো। বাড়ি কলকাতার কসবায়। বাবা স্বরূপ কুমার মল্লিক রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক।

গতকাল তার বাবা-মা দুজনেই ছেলের সঙ্গে দেখা করতে খড়্গপুরে আসেন। রাতে তাদের কথাও হয়। এরপর শাওন হোস্টেলে ফিরে যায়। সকালে মা বারংবার ফোন করেও কোনো জবাব না পাওয়ায় হোস্টেলে আসেন। অন্য আবাসিক এবং হোস্টেল কর্মীদের সহায়তায় দরজা ভাঙতেই দেখা যায় ঘরে শাওনের ঝুলন্ত মৃতদেহ। দেহ উদ্ধার করে পুলিশ প্রথমে আইআইটির বিসি রায় হাসপাতালে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আইআইটি কর্তৃপক্ষের বক্তব্য, আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র শাওন মল্লিককে আজ আজাদ হলে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইআইটি সিকিউরিটি এবং মেডিকেল টিমকে বিষয়টি জানানো হয়। পুলিশ কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়। শাওনের পরিবার ক্যাম্পাসেই ছিলেন। পুলিশ তদন্ত শুরু করেছে। ইনস্টিটিউট সব ধরনের সহযোগিতা করছে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল শাওন। তার বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিল। তার জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ পড়েছিল। খড়গপুর আইআইটির ড্রামাটিক সোসাইটির সঙ্গেও সে যুক্ত ছিল। এই বেদনাদায়ক খবরে আইআইটি কর্তৃপক্ষ শোকাহত।


ঘটনা তদন্তের জন্য স্নিফার্স ডগ আজাদ হলে নিয়ে আসে পুলিশ। ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার।