নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেট্রোর একটি রেকের ব্রেক সমস্যার কারণে প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকল আপ লাইনের ট্রেন চলাচল৷ শুক্রবার বিকেল ৪টে ৫৬ মিনিট নাগাদ মেট্রোর দক্ষিণেশ্বরগামী একটি রেকে ব্রেক সমস্যা দেখা দেয়৷ এরপর ট্রেনটি রবীন্দ্র সরোবর স্টেশনে এসে দাঁড়িয়ে পড়ে৷ মেট্রো রেল সূত্রে খবর, প্রায় ৮ মিনিট রবীন্দ্র সরোবর স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল৷ ব্রেকের সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তা মেরামত করা সম্ভব হয়নি৷ ফলে ওই স্টেশনেই সব যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়৷ এর জেরে অফিস ফেরত যাত্রীরা বিপাকে পড়েন৷
এই বিভ্রাটের জেরে আপ লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায়৷ আধঘণ্টা পরে পরিষেবা স্বাভাবিক হয় বলে জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ৷ কর্তৃপক্ষের তরফে পরিষেবা স্বাভাবিক হওয়ার ঘোষণা করার পরও দক্ষিণেশ্বরগামী ট্রেনগুলি প্রতি স্টেশনে অন্তত ৫ মিনিট করে দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ করেন যাত্রীরা৷ অনেক অফিস ফেরত যাত্রীই ট্রেন থেকে নেমে সড়কপথে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন৷