দেবাঞ্জন দেবের জালিয়াতির হদিশ পেতে তদন্ত চালাচ্ছে গােয়েন্দারা। এরই মধ্যে নতুন করে শহরের বুকে আরেক জালিয়াতির পর্দা ফাঁস। এবার ‘ভুয়াে’ মানবাধিকার কমিশনের মুখ্যসচিবের পরিচয় দিয়ে এক যুবককে ঠকানাের অভিযােগ উঠল বাপ্পাদিত্য সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
নিজেকে ‘মানবাধিকার কমিশনের মুখ্যসচিব’ পরিচয় দিয়ে এক যুবকের কাছ থেকে ২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে বাঁশদ্রোণী থানায় অভিযােগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
যিনি অভিযােগ করেছেন, সেই সৌভিক দেবনাথ বাঁশদ্ৰোণীর বাসিন্দা। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে সমস্যায় পড়ে বাপ্পাদিত্যর দ্বারস্থ হয়েছিলেন সৌভিক। সেই সময় বাপ্পাদিত্য নিজেকে মানবাধিকার কমিশনের মুখ্যসচিব হিসেবে পরিচয় দেয়। এমনকি তার নীল বাতির গাড়িও দেখতে পান বলে সৌভিক দাবি করেছেন।
বাপ্পাদিত্যের স্ত্রী ডিম্পি সাহা ওই যুবককে মানবাধিকার কমিশনের হয়ে কিছু টাকা তুলে দিতে হবে বলেও উল্লেখ্য, মানবাধিকার কমিশনের মুখ্যসচিব বলে কোনও পদ নেই। নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে এরপর সৌভিক বাপ্পাদিত্যের নামে বাঁশদ্রোণী থানায় অভিযােগ দায়ের করেছেন।