পশ্চিমবঙ্গের জেলে আটক সমস্ত রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সােচ্চার এপিডিআর। বুধবার ওই মানবাধিকার সংগঠনের তিন প্রতিনিধি হাজরার সভাস্থল থেকে নবান্নে স্মারকলিপি দিতে গেলে তা না নেওয়ার অভিযােগ উঠেছে নবান্নের বিরুদ্ধে।
এপিডিআরের তরফে অভিযােগে বলা হয়, নবান্নে স্মারকলিপি দিতে গেলে তাদের ‘দুগ’-এর মূল ফটক থেকে সরিয়ে অন্য গেটে নিয়ে যাওয়া হয়। তারপর দুজনকে বাইরে রেখে এক প্রতিনিধিকে উপরে নিয়ে যায় পুলিশকর্তারা। পরে জানানাে হয় যে স্মারকলিপি নিতে কোন প্রশাসনিক অধিকর্তা সাক্ষাৎ করতে পারবেন না ! শুধু রিসিভ করিয়ে নেওয়া হবে।
এপিডিআর কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আলতাব আহমেদ বলেন, ‘আমলাদের এই আচরণ দেখে আমরা বিস্মিত। আমলাতান্ত্রিকতার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে স্মারকলিপি রিসিভ না করিয়েই নবান্ন ছেড়ে হাজরার সভাস্থলে ফিরে আসি।’