• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

সিবিআই চার্জশিটে দাবি বগটুই কাণ্ডে ছিল আনারুলের প্ররোচনা

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই-এর আদালতে জমা দেওয়া চার্জশিটে তৃণমূল নেতা আনারুল হোসেনের উপর বগটুই-কাণ্ডে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই-এর আদালতে জমা দেওয়া চার্জশিটে তৃণমূল নেতা আনারুল হোসেনের উপর বগটুই-কাণ্ডে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে।

সিবিআই গত সোমবার রামপুরহাট আদালতে প্রথম চার্জশিট পেশ করে বগটুই-কাণ্ডে। সেই চার্জশিটে আনারুলের প্ররোচনার ভূমিকার কথাই উল্লেখ করা হয়েছে।

সিবিআইয়ের দাবি, ভাদু শেখ খুনের রাতে বগটুইয়ের একের পর এক বাড়িতে যখন আগুন লাগানো হচ্ছিল সেই সময় সিবিআই আনারুলের গ্রামবাসীরা পুরো বিষয়টি আনারুলকে জানান এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

কিন্তু আনারুল সম্পূর্ণ বিষয়টি চেপে যান এবং পুলিশকেও ডাকেননি।

গ্রামবাসীদের অনেকের দাবি যদি সময়মতো আনারুল পুলিশকে খবর দিতেন তাহলে হয়তো ঘটনাটি কিছুটা হলেও আটকানো যেত।

সেই কারণে সিবিআই আনারুলের বিরুদ্ধে ১০৯ ধারায় অভিযোগ এনেছে। যার মানে তিনি অপরাধে সাহায্য এবং প্ররোচনা দিয়েছিলেন।