বাংলাদেশ আবহে রাজ্যকে উত্তপ্ত করার চেষ্টা চলছে: মমতা

দিঘা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএনআই।

বাংলাদেশের পরিস্থিতিকে হাতিয়ার করে বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভুয়ো ভিডিও ছড়িয়েছে। মমতা দাবি করেন, এই ভিডিওগুলি ব্যবহার করেই বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে।

বুধবার দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়ে বাংলাদেশ ইস্যুতে মুখ খোলেন মমতা। এদিন মমতা বাংলাদেশের সংখ্যালঘুদের কাছে ভারতে আসার আহ্বান জানান। তাঁর দাবি, বর্ডার খোলা আছে। ভিসাও মিলছে। তাই বাংলাদেশের অত্যাচারিত সংখ্যালঘুরা ভারতে আসতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র নেবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

এদিন মমতাকে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি জানান, বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার ভারত সরকার নেবে। ভারত সরকারের তরফে ইতিমধ্যেই পড়শি দেশে প্রতিনিধিও পাঠানো হয়েছে। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকও হয়েছে। মমতার দাবি, বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে। একদল দুষ্কৃতী সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।


মমতার কথায়, ‘হিন্দুদের উপর নির্যাতন কখনই মেনে নেব না। ভারত সরকার ব্যবস্থা করছে। বর্ডারগুলো খোলাই রয়েছে। ভিসাও পাওয়া যাচ্ছে। যারা আক্রান্ত তাঁরা বাংলায় চলে আসুন।’