• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

আগ্রহ প্রকাশ অমিত শাহ’র, কলকাতায় দেখা হতে পারে নির্যাতিতার বাবা–মায়ের সঙ্গে

তাঁর ব্যস্ত সফরসূচির কথা মাথায় রেখে আপাতত কলকাতাতেই অমিত শাহের সঙ্গে নির্যাতিতার পরিবারের সদস্যদের দেখা করানোর চিন্তাভাবনা করছে বঙ্গ বিজেপি নেতা–নেত্রীরা। খোঁজ চলছে একটি নিরাপদ জায়গার।

আরজি কর মেডিক্যালে মৃত তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন নির্যাতিতার বাবা–মা। এরপরই মৃত চিকিৎসকের বাবা–মায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করাতে উদ্যোগী হয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। অপরদিকে তৃণমূলের একাংশের মতে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই বিজেপির তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

রবিবার সকালে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে রাজ্যে আসার কথা ছিল তাঁর। ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে অমিত শাহ’র সফর পিছিয়ে গিয়েছে বলে বিজেপি সূত্রে খবর। মূলত পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে কলকাতায় আসছেন অমিত শাহ। এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের দুটি অনুষ্ঠানেও তিনি যোগদান করবেন। এই ব্যস্ত সফরসূচির মধ্যেই নির্যাতিতার বাবা–মায়ের সঙ্গে অমিত শাহের দেখা করাতে উদ্যোগী হয়ে উঠেছে বিজেপি নেতৃত্ব। কলকাতার কোনও এক স্থানে তাঁদের সাক্ষাৎ করাতে চাইছে তাঁরা।

আরজি কর কাণ্ডের পর রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন মানুষ। এই আন্দোলনে গা ভাসিয়ে ময়দানে নেমেছে বিজেপিও। কিন্তু তাঁদের সেই আন্দোলন মানুষের মনে বিশেষ দাগ কাটতে পারেনি।  এবার তাই অমিত শাহকে হাতিয়ার করে আরজি কর কাণ্ডে আন্দোলন আরও তীব্র করতে চলেছে বিজেপি। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনও সদর্থক ব্যবস্থা নেবেন বলে আশাবাদী নেতৃত্ব। এই পরিস্থিতিতে নির্যাতিতার বাবা–মায়ের সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে অমিত শাহকে নির্যাতিতার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু তাঁর ব্যস্ত সফরসূচির কথা মাথায় রেখে আপাতত কলকাতাতেই অমিত শাহের সঙ্গে নির্যাতিতার পরিবারের সদস্যদের দেখা করানোর চিন্তাভাবনা করছে বঙ্গ বিজেপি নেতা–নেত্রীরা। খোঁজ চলছে একটি নিরাপদ জায়গার। অমিত শাহ’র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তিনি নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য আগ্রহী। তিনিই রাজ্য বিজেপির কয়েকজন শীর্ষনেতাকে এই সাক্ষাতের বন্দোবস্ত করতে বলেছেন। এরপর থেকে বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে তৎপরতা।