ভোটে বিজেপির প্রস্তুতি দেখতে মার্চ মাসেই বঙ্গ সফরে আসতে পারেন শাহ

অমিত শাহ।

মার্চ মাসে পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের মতে, পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। সামনেই পশ্চিমবঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি নির্বাচন,সেই আবহে অমিত শাহের রাজ্য সফর তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন রাজনীতিকেরা।চলতি বছরের শেষে বিহারে এবং আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিজেপি সূত্রের মতে, নির্বাচনের রণকৌশল ঠিক করতেই বিহার ও পশ্চিমবঙ্গ সফরের পরিকল্পনা রয়েছে শাহের। দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন এনডিএ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ ও বিহারে জেতার লক্ষ্যে এনডিএ নেতৃত্বকে এক যোগে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন।

আগামী বছর রাজ্যে নির্বাচন হলেও কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, এখন থেকেই যাতে প্রস্তুতি শুরু করে দেওয়া যায়, তা নিশ্চিত করতেই শাহ পশ্চিমবঙ্গে যাওয়া স্থির করেছেন। রাজ্যে দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতেই মূলত ওই সফর। তৃণমূল স্তরে দল কতটা শক্তিশালী, তা বুঝে নেওয়াই ওই সফরের লক্ষ্য।অমিত শাহ রাজ্য সফরে যাচ্ছেন, তা এখনও স্থির হয়নি। বিজেপির একটি সূত্রের মতে, সম্ভবত দোল উৎসবের পরেই রাজ্যে আসতে পারেন শাহ। কারণ তত দিনে রাজ্য বিজেপি সভাপতি বাছার কাজও শেষ হয়ে যাবে। সে ক্ষেত্রে নতুন রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করে আগামী দিনে দলের রণকৌশল কী হবে, তার রূপরেখা ঠিক করে দেওয়ার সুযোগ পাবেন শাহ। কারণ নতুন যিনি রাজ্য সভাপতি হবেন, তাঁর নেতৃত্বেই আগামী বছর বিধানসভা ভোটের লড়াইয়ে নামতে চলেছে বিজেপি।