• facebook
  • twitter
Tuesday, 22 April, 2025

২৪–এর পরিবর্তে ২৬ অক্টোবর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ

বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার রাতে অর্থাৎ ২৬ অক্টোবর অমিত শাহ কলকাতায় আসবেন এবং ২৭ অক্টোবর, রবিবার, তিনি আনুষ্ঠানিকভাবে বাংলায় দলের সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পিছিয়ে গেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি’র শীর্ষ নেতা অমিত শাহের বঙ্গ সফর। ১৬ আগস্ট থেকে দেশজুড়ে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ২৪ অক্টোবর কলকাতায় এসে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করার কথা ছিল অমিত শাহের। সেই উপলক্ষে সল্টলেকের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে প্রস্তুতিও শুরু হয়েছিল।

তবে ঘূর্ণিঝড় দানার কারণে এই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার রাতে অর্থাৎ ২৬ অক্টোবর অমিত শাহ কলকাতায় আসবেন এবং ২৭ অক্টোবর, রবিবার, তিনি আনুষ্ঠানিকভাবে বাংলায় দলের সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন। এছাড়াও, তিনি রাজ্যের আরও কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।