• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রাজ্যে বিজেপিকে অক্সিজেন দিতে আসছেন অমিত

নিজস্ব প্রতিনিধি- আগামী তিন-চার মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে দলের সংগঠনকে অক্সিজেন দিতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি রাজ্যে আসছেন বলে দলীয় সূত্রে জানান হয়েছে। অমিত শাহের ৭ দিনের রাজ্য সফরে তিনি তিনদিন উত্তরবঙ্গে ও বাকি চারদিন দক্ষিনবঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। অমিত শাহের নির্দেশে তাঁর সঙ্গে

নিজস্ব প্রতিনিধি- আগামী তিন-চার মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে দলের সংগঠনকে অক্সিজেন দিতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি রাজ্যে আসছেন বলে দলীয় সূত্রে জানান হয়েছে। অমিত শাহের ৭ দিনের রাজ্য সফরে তিনি তিনদিন উত্তরবঙ্গে ও বাকি চারদিন দক্ষিনবঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।

অমিত শাহের নির্দেশে তাঁর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন জেলাস্তরের নেতারা। তৃণমূলস্তরে সংগঠনের গতিপ্রকৃতি নিজের চোখে বুঝে নিতে চান তিনি। এজন্য জেলা অনুযায়ী রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের সাংগঠনিক অবস্থার এক রিপোর্ট তৈরি করেছে রাজ্য নেতারা। আর এই রিপোর্ট দেখে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে অমিত শাহ কি নির্দেশ দেবেন সে নিয়ে অপেক্ষায় আছেন রাজ্য নেতারা।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি গ্রামেগঞ্জে তুলে ধরার ক্ষেত্রে রাজ্য নেতাদের ভূমিকাও পর্যালোচনা করা হনে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কতজনের মধ্যে পৌঁছেছে তার তালিকা তৈরি করছেন রাজ্য নেতারা।