আরজি করের নির্যাতিতার পরিবারের  সঙ্গে দেখা করলেন না অমিত শাহ

পেট্রাপোল সীমান্তে অমিত শাহ। নিজস্ব চিত্র

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে খবর ছিল, এবার বঙ্গ সফরে এসে তিনি তিলোত্তমার বাবা–মায়ের সঙ্গে দেখা করবেন। কিন্তু এদিন তাঁদের সঙ্গে দেখা করেননি অমিত শাহ। তবে তাঁর বক্তব্যে আরজি কর প্রসঙ্গ উঠে আসে।

সম্প্রতি দেখা করতে চেয়ে অমিত শাহকে ইমেল পাঠিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা।  তিনি লিখেছিলেন, ‘অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা।  মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। অসহায় লাগছে।’ এরপরই বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছিল, নির্যাতিতার বাবা–মায়ের সঙ্গে দেখা করতে পারেন অমিত শাহ। কিন্তু রবিবার জানা যায়, এই সাক্ষাৎ হচ্ছে না।

এ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘আমাদের ঘরের মেয়ের ধর্ষণ হয়েছে। হত্যা হয়েছে। তাঁর বাবা-মা অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি পশ্চিমবঙ্গে এলেন। রাজনৈতিক কুৎসা করলেন, বিভ্রান্তি ছড়ালেন, অথচ নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন না? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। নারী নির্যাতন নিয়ে কোনও কথা বলার অধিকার অমিত শাহ-বিজেপির নেই। এদের জমানায় দেশে দিনে গড়ে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে। সব জায়গায় কুৎসিত ঘটনা ঘটছে। তাঁরা বাংলা নিয়ে কুৎসা করতে আসেন। একবার বাবা-মাকে সময় দিলেন না?’ তিনি আরও বলেন, ‘বাবা-মা জানেন এখন তদন্ত সিবিআই-এর হাতে।  কলকাতা পুলিশ ২৪ ঘণ্টায় একজনকে অ্যারেস্ট করেছে। সিবিআই তদন্তে থাকাকালীন যদি বাবা-মা দেখা করতে চান, মানবিকার খাতিরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল তাঁদের সময় দেওয়া। অমানবিক আচরণ করেছেন শাহ।’

নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা না করলেও রবিবার তাঁর বক্তব্যে আরজি কর প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, ‘সন্দেশখালি থেকে আরজি করের মতো ঘটনা বিজেপি ২০২৬-এ ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে।’