• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

দলের নেতাদের সঙ্গে বসবেন মমতা

তৃণমূলের সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠক করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মমতা

প্রতীকী চিত্র

ইতিমধ্যেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আড়াইশো আসনে জয়ের লক্ষমাত্রা বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই লক্ষ্য পূরণে দলের রণকৌশলও ঠিক করে দিতে চাইছেন তিনি। সেই কারণে তৃণমূলের সর্বস্তরের নেতাদের নিয়ে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে একটি বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের বিধায়ক, সাংসদ থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি, পদাধিকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের নিয়ে বৈঠক করতে চান তাঁদের কাছে বৈঠকের আগে দলের তরফে আমন্ত্রণ পত্র পাঠানো হবে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

তৃণমূল সূত্রে খবর, এই বৈঠকে দলের নীতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নির্বাচনের আগে দল কীভাবে কাজ করবে সেই নিয়েও পর্যালোচনা হতে পারে। বৈঠকের পরে কিছু সাংগঠনিক রদবদলেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিধানসভা নির্বাচনের আগে চলতি মাসে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে সরকার। এই বাজেটের রূপরেখা কার্যকর করার জন্য বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন মমতা। পাশাপাশি রাজ্য বাজেটের ইতিবাচক দিকগুলি জনসাধারণের কাছে পৌঁছে দিতে নেতৃত্বকে নির্দেশ দেওয়া হতে পারে। বুথে বুথে উন্নয়নমূলক কাজ করতে কীভাবে নেতৃত্বরা পদক্ষেপ করবেন সেই বার্তাও দিতে পারেন তৃণমূল নেত্রী।

আগেই তৃণমূলের সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠক করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মমতা। এবার ঠিক হয়ে গেল বৈঠকের তারিখ। বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবারের বৈঠকই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই ভোটের কথা মাথায় রেখে তৃণমূলের অধ্যাপক ও শিক্ষক সংগঠনে রদবদল করা হয়েছে। এই বৈঠকের পর পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ইত্যাদি পদে কিছু বদল হতে পারে বলে মনে করছে দলের একাংশ। দলের সর্বস্তরের নেতাদের একটি নিয়মে বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের প্রচারে যাতে নেতৃত্ব ঝাঁপিয়ে পড়ে সেই নিয়েও নির্দেশ দেওয়া হতে পারে।

এছাড়াও নাগরিক পরিষেবায় যাতে কোনও খামতি না থাকে সেই দিকে নজরদারি চালানোর জন্য নতুন কর্মসূচি ঠিক করে দিতে পারেন মমতা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ২৭ ফেব্রুয়ারির এই বৈঠক দলীয় নেতৃত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

News Hub