ভােটের আগে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ অভিযােগে তপ্ত নন্দীগ্রাম 

প্রতীকী ছবি (File Photo: iStock)

বহু চর্চিত নন্দীগ্রামে ভােটগ্রহণ হতে মাত্র আর একদিন। চব্বিশ ঘণ্টা কাটার পরেই রাজ্যের সবথেকে হেভিওয়েট এই বিধানসভা আসনে ভােট। কেননা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী খােদ রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, আবার বিপক্ষে বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন একদা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী তথা রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি সংযুক্ত মাের্চার তরফে বাম প্রার্থীও রয়েছেন।

এহেন হেভিওয়েট আসনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন শান্তিতে ভােটপর্ব পরিচালনা করতে ২১ কোম্পানি কেন্দ্রীয় জওয়ান নিয়ােগ করেছে। ঠিক এইরকম পরিস্থিতিতে নন্দীগ্রামে উঠলাে এক বিজেপি কর্মীর স্ত্রীর উপর ধর্ষণ সহ খুনের চেষ্টার অভিযােগ।

তৃণমূলের তরফে বিজেপির এহেন অভিযােগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনােদিত বলা হয়েছে। পাশাপাশি বিজেপির তরফে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তােলা হয়েছে। জানা গেছে, গত সােমবার রাতে নন্দীগ্রাম ২ নং ব্লকে বয়াল ১ নং পঞ্চায়েতে তেতুলবাড়ি এলাকায় ওই বিজেপি কর্মীর স্ত্রীর উপর পাশবিক নির্যাতন চলেছে বলে অভিযােগ।


ওইদিন নির্যাতিতার স্বামী তথা এলাকার সক্রিয় বিজেপি কর্মী নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রচার কর্মসূচিতে দুপুর থেকে রাত পর্যন্ত ব্যস্ত ছিলেন। ঠিক এইরকম পরিস্থিতিতে ঘরেতে স্বামী না থাকায় ওই স্ত্রীর উপর সুযােগ নিয়েছে অভিযুক্তরা। এইরকম দাবি বিজেপির তরফে। ভােটগ্রহণ এর চব্বিশ ঘন্টা আগে বিজেপি কর্মীর স্ত্রীর উপর এই ধর্ষণ সহ খুনের চেষ্টার অভিযােগ নিয়ে সরগরম রাজনীতি।