অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার নানান ইস্যুতে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় । জবাবে কেন্দ্রীয় মন্ত্রীকে আইনি নােটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুশিয়ারি দিয়ে বললেন, বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা করা হবে তাঁর বিরুদ্ধে।
শুধু বাংলার বিজেপি নেতারাই নন, দিল্লির বিজেপি নেতারাও নানান ছুতােয় দুর্নীতি ইস্যুতে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপাে বা ভাতিজা বলেও কটাক্ষ করেন অভিষেককে।
সম্প্রতি কয়লা পাচার, গরু পাচার দুর্নীতির সঙ্গেও জড়িয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। লকেট চট্টোপাধ্যায়ও আক্রমণ শানিয়ে থাকেন অভিষেকের বিরুদ্ধে। সম্প্রতি শুভেন্দু অধিকারী বিজেপিতে যােগ দেওয়ার পরে তিনিও পাচার কাণ্ডের সঙ্গে ‘বাবুসােনা’ অভিষেককে বিদ্রুপ করেছেন।
কিছুদিন আগে, ডায়মন্ড হারবারের সভা থেকে বিরােধী বিজেপি নেতাদের সতর্ক করে অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, সাহস থাকলে ‘ভাইপাে’র নাম বলুন। এর উত্তরে বাবুল সুপ্রিয় বলেছিলেন, আমি নাম করেই বলছি, কয়লা পাচারসহ একাধিক বেআইনি কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যােগ রয়েছে। উনি দুর্নীতিগ্রস্ত, তােলাবাজ।
এর প্রত্যুত্তরে বাবুল সুপ্রিয়কে আইনি নােটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত কিছুদিন আগে দিলীপ ঘােষকে ‘গুণ্ডা’ বলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আইনি নােটিশ পাঠিয়েছিলেন দিলীপবাবু।