• facebook
  • twitter
Thursday, 6 March, 2025

নাতনিকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার মদ্যপ দাদু

নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল মদ্যপ দাদুর বিরুদ্ধে। নিজের বাবার বিরুদ্ধে থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন নবদ্বীপ থানা এলাকার বাসিন্দা এক মহিলা।

প্রতীকী ছবি

নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল মদ্যপ দাদুর বিরুদ্ধে। নিজের বাবার বিরুদ্ধে থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন নবদ্বীপ থানা এলাকার বাসিন্দা এক মহিলা। অভিযোগ, শুক্রবার ফাঁকা বাড়ি পেয়ে শিশু কন্যাকে ধর্ষণ করে অভিযুক্ত দাদু।

সূত্রের খবর, শুক্রবার বিকেলে বাবার কাছে মেয়েকে রেখে বাজারে বেরিয়েছিলেন মা। ফিরে এসে দেখেন বাড়ি ভর্তি প্রতিবেশী। বাড়ি ঢুকে দেখেন ঘরের এক কোণে বসে কাঁদছে শিশুকন্যা। নিম্নাঙ্গে লেগে রয়েছে রক্তের দাগ। তড়িঘড়ি খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে শারীরিক পরীক্ষা করানো হয় শিশুটির।

শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে মদ্যপ দাদুর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতে অভিযুক্ত দাদু এলাকা ছেড়ে চম্পট দিলেও পরে গ্রেপ্তার করা হয় তাকে। ঘটনাকে ঘিরে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।