• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

আন্দোলনকারীদের নিশানা জুনিয়র ডাক্তারদের  পাল্টা সংগঠনের, ইমেল মুখ্যসচিবকে

তাঁদের অভিযোগ, নির্যাতিতার জন্য বিচারের দাবিতে যে তহবিল গঠন করা হয়েছে সেখানে বেনিয়ম হয়েছে। নতুন সংগঠন চাইছে ফ্রন্টের বিরুদ্ধে এই অভিযোগগুলির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক। অডিট করারও দাবি জানিয়েছেন তাঁরা।

জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন।

৮ দফা দাবি জানিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। সম্প্রতি এই সংগঠন গঠিত হয়েছে। এই সংগঠন তৈরির পর থেকেই জুনিয়র ডাক্তারদের পুরনো সংগঠন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে নিশানা করছে। ডাক্তারদের এই দুই সংগঠনকে মুখোমুখি সংঘাতে দেখা গিয়েছে। ফ্রন্টের ১০ দফা দাবির মধ্যে অধিকাংশকেই মান্যতা দিয়েছে রাজ্য সরকার। এবার অ্যাসোসিয়েশন নিজেদের ৮ দফা দাবি মুখ্যসচিবকে জানাল।

রবিবার সন্ধ্যায় একটি ইমেল পাঠিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে নিজেদের দাবির কথা জানিয়েছে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এই দাবিগুলির মধ্যে কয়েকটি দাবির সঙ্গে ফ্রন্টের দাবির মিল রয়েছে। কিন্তু বেশিরভাগ দাবি থেকেই অ্যাসোসিয়েশন ও ফ্রন্টের মধ্যে বিরোধ সামনে এসেছে। আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার দুই সংগঠনই চেয়েছে। অ্যাসোসিয়েশনের প্রথম দাবি এটিই। পাশাপাশি ফ্রন্টের সঙ্গে সহমত পোষণ করে চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে উঠে এসেছে দুই সংগঠনের দাবিতে। কিন্তু এগুলি বাদ দিয়ে বাকি সব দাবিতেই অ্যাসোসিয়েশনের সঙ্গে ফ্রন্টের সংঘাত চোখে পড়ছে।
জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের ৮ দফা দাবিগুলি হল, ১) নির্যাতিতার জন্য বিচার চেয়ে দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে। ২) সব মেডিক্যাল কলেজে ওঠা অভিযোগের তদন্ত করতে হবে। ৩) চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রোগী পরিষেবায় পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে। ৪) জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে হবে। ৫) এক পক্ষের বক্তব্য শুনে কাউকে শাস্তি দেওয়া চলবে না ৬) কমিটিগুলিতে ফ্রন্ট ও অ্যাসোসিয়েশনের সমান সমান প্রতিনিধিত্ব থাকতে হবে। ৭) জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে সংগঠনের স্বীকৃতি দিতে হবে। ৮) স্বাস্থ্যে নিয়োগে অভিজ্ঞতার পাশাপাশি মেঘাকেও গুরুত্ব দিতে হবে।
উল্লেখ্য, আন্দোলনকারীদের (ফ্রন্ট) বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের অভিযোগ, নির্যাতিতার জন্য বিচারের দাবিতে যে তহবিল গঠন করা হয়েছে সেখানে বেনিয়ম হয়েছে। নতুন সংগঠন চাইছে ফ্রন্টের বিরুদ্ধে এই অভিযোগগুলির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক। অডিট করারও দাবি জানিয়েছেন তাঁরা। এর পাশাপাশি রাজ্যের সব মেডিক্যাল কলেজের বিভিন্ন অভিযোগের তদন্ত চাইছে অ্যাসোসিয়েশনের সদস্যরা। পাশাপাশি টাস্ক ফোর্স, রোগী কল্যাণ সমিতি সহ কলেজ ও রাজ্য স্তরের সব কমিটিতে নিজেদের প্রতিনিধিত্ব চাইছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন।
আরজি করের কেবি হস্টেলের ৩২ নম্বর কক্ষটিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ঠিকানা হিসেবে ব্যবহার করছে।  ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরাও চাইছে এই কক্ষটিকে নিজেদের সংগঠনের ঠিকানা হিসেবে ব্যবহার করতে। এই নিয়েও বিরোধ প্রকাশ্যে এসেছে।