• facebook
  • twitter
Wednesday, 30 April, 2025

অনলাইন অপসংস্কৃতির বিরুদ্ধে

সেফটি হ্যান্ডবুক হিসেবে ‘স্ট্যান্ড ফর সেফটি' সেন্টার ফর সোস্যাল রিসার্চ এবং নাইয়ার সঙ্গে এই অ্যাপের সূচনা করা হয়েছে সংশ্লিষ্ট অনলাইন বার্তগুলির জন্যে।

অনলাইনে নানা ধরনের অপসংস্কৃতিমূলক বার্তার বিরুদ্ধে এবার বাম্বল এক নতুন অ্যাপ ‘স্ট্যান্ড ফর সেফটি’ নিয়ে এল।

সম্প্রতি সংস্থার পক্ষে এক সমীক্ষায় দেখা গিয়েছে পঞ্চাশ শতাংশ বার্তাই এমন অরুচিকর ও অপমানজনক।

সেফটি হ্যান্ডবুক হিসেবে ‘স্ট্যান্ড ফর সেফটি’ সেন্টার ফর সোস্যাল রিসার্চ এবং নাইয়ার সঙ্গে এই অ্যাপের সূচনা করা হয়েছে সংশ্লিষ্ট অনলাইন বার্তগুলির মোকাবিলায়।