• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

ফের পুলিশি নোটিস অৰ্জুনকে, থানায় যাব না স্পষ্ট জবাব বিজেপি নেতার

ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ ডোন্ট কেয়ার মুডে। নিজের অবস্থান স্পষ্ট করে বিজেপি নেতা জানান, থানায় তিনি যাবেন না। আদালত বললে তবেই তিনি রিভলবার জমা দেবেন।

ফাইল চিত্র

অর্জুন সিংকে ফের নোটিস পুলিশের। নথি সহ লাইসেন্সপ্রাপ্ত রিভলবার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জগদ্দল থানার পুলিশ। শনিবার দুপুরের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। তবে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ ডোন্ট কেয়ার মুডে। নিজের অবস্থান স্পষ্ট করে বিজেপি নেতা জানান, থানায় তিনি যাবেন না। আদালত বললে তবেই তিনি রিভলবার জমা দেবেন।

জগদ্দল কাণ্ডে একাধিকবার পুলিশি নোটিস পেলেও গরহাজির ছিলেন অর্জুন। বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মিলেছে রক্ষাকবচও। তার মধ্যে আবারও পুলিশি নোটিস। রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। জানিয়েছেন, ‘পুলিশকে দিয়ে তৃণমূল আমাকে মারার চেষ্টা চালাচ্ছে’। অৰ্জুন সিংয়ের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি জানিয়েছেন, ‘অৰ্জুনকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে। অৰ্জুনের কিছু হলে আমরাও রাজ্য সরকারকে ছেড়ে কথা বলব না।’

উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে গুলি, বোমাবাজিতে উত্তপ্ত হয়েছিল জগদ্দলের মেঘনা মোড় এলাকা। এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন। তৃণমূল নেতা সোমনাথ শ্যাম গুলি চালানোর অভিযোগে সরাসরি অর্জুন সিংয়ের দিকেই আঙুল তুলেছিলেন। অর্জুন সিংও পাল্টা অভিযোগ করেছিলেন, পুলিশের সামনেই দুষ্কৃতীরা তাঁকে তাক করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে। এমনকি বিজেপি নেতার বাড়িতে বোমাও পড়েছে বলে অভিযোগ করেছিলেন। সেই ঘটনা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। দোষারোপ, পাল্টা দোষারোপের ঝড় বয়েছে। এত ঘটনার পরও স্বমেজাজেই রয়েছেন অৰ্জুন সিং। সাফ জানিয়েছেন, পুলিশি তলবে তিনি থানায় যাবেন না।