নিজস্ব প্রতিনিধি, ২৮ জুন: চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ বৃহস্পতিবার ছিল ভারত-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ৷ মধ্যরাত পর্যন্ত চলেছে খেলা৷ সারারাত জেগে বন্ধুদের সঙ্গে দেখেছেন সেমি ফাইনাল৷ ভারত জেতার পরেই উত্তরপাড়ার সৌরভ চট্টোপাধ্যায় নামে মধ্যবয়সী এক যুবক বন্ধুদের সঙ্গে গঙ্গাস্নানে গিয়েছিলেন৷ রাতে গঙ্গাস্নান যে জীবনে এতবড় বিপর্যয় ডেকে আনবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি সৌরভ৷ আর সেই গঙ্গাস্নানে নামাটাই কাল হল। নদীতে তলিয়ে সলিল সমাধি হল তরতাজা ওই যুবকের৷
৩৮ বছরের সৌরভ চট্টোপাধ্যায় উত্তরপাড়ার আর কে স্ট্রিটের বাসিন্দা৷ তিনি বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ভারত-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখার পর ঠিক করেন, বন্ধুদের সঙ্গে গঙ্গাস্নানে যাবেন৷ সেই মতোই ভারত জেতার পর, রাতের অন্ধকারে গঙ্গায় যান স্নান করতে৷ নামেন জলেও৷ কিন্ত্ত বন্ধুদের সঙ্গে স্নান করার আনন্দের মুহূর্ত নিমেষে বদলে যায় বিষাদে৷ উত্তরপাড়ার রামঘাটে স্নান করতে নেমে জোয়ারের টানে তলিয়ে যান সৌরভ৷ দুর্ঘটনার পর খবর যায় প্রশাসনের কাছে৷ রাত থেকেই শুরু হয় তল্লাশি অভিযান৷ বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সৌরভ চট্টোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয়৷ মৃত যুবক সাঁতার জানতেন না বলেই জানা গিয়েছে৷ আকস্মিক এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া৷ পরিবারের সদস্যরা মর্মান্তিক খবর পেয়েই কান্নায় ভেঙে পডে়ছেন৷
ঘটনার তদন্তের দাবি জানিয়েছে সৌরভ চট্টোপাধ্যায়ের পরিবার৷ যদিও এই ধরনের ঘটনা প্রথম নয়৷ আগেও বহুবার সাঁতার না জেনে নদীতে স্নানে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে৷ হয়েছে প্রাণহানিও৷ কিন্ত্ত এর পরেও কেন মানুষ সতর্ক হচ্ছে না, তাই নিয়েই উঠছে প্রশ্ন৷