• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দখলদারি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শুরু তৎপরতা, গড়িয়াহাট, নিউ মার্কেট এলাকায় সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবারের বৈঠকেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মতো শুক্রবার কলকাতার গড়িয়াহাট, নিউ মার্কেট এলাকায় সমীক্ষা শুরু করল পুলিশ প্রশাসন৷ গড়িয়াহাটে সমীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার অন্যতম মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশিস কুমার৷ এছাড়াও কলেজ স্ট্রিট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং নিয়ে সমীক্ষা চালানো হয়েছে৷ কোথায় কোথায় নিয়ম না মেনে পার্কিং করা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবারের বৈঠকেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মতো শুক্রবার কলকাতার গড়িয়াহাট, নিউ মার্কেট এলাকায় সমীক্ষা শুরু করল পুলিশ প্রশাসন৷ গড়িয়াহাটে সমীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার অন্যতম মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশিস কুমার৷ এছাড়াও কলেজ স্ট্রিট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং নিয়ে সমীক্ষা চালানো হয়েছে৷ কোথায় কোথায় নিয়ম না মেনে পার্কিং করা হয়েছে, তা খতিয়ে দেখেছেন পুলিশ আধিকারিকরা৷

উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠক ডাকেন মমতা৷ সেখানে দখল হয়ে থাকা ফুটপাথ দখলমুক্ত করার অভিযানের পর্যালোচনা করা হয়৷ বৈঠকে মমতা জানান, ১ মাস উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে৷ এই ১ মাস ধরে চলবে সমীক্ষা৷ এই সময়ের মধ্যে বেআইনি দখল সংক্রান্ত সব সমস্যা মেটাতে হবে৷
হকারদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন৷ বৈঠকে মমতা বলেন,‘হকারদের আমি ১ মাস সময় দিচ্ছি৷ এর মধ্যে সব গোছাতে শুরু করুন৷ রাস্তা পরিষ্কার রাখতে হবে৷ আমাদের সমীক্ষা চালু থাকবে৷ আপনাদের কোথায় জায়গা দেওয়া যায়, তা সরকার দেখবে৷ গোডাউনেরও ব্যবস্থা করবে৷ কিন্ত্ত রাস্তা দখল করা যাবে না৷’ মমতার দাবি, কারও জীবিকা কেড়ে নেওয়ার জন্য এই সমীক্ষা করা হচ্ছে না৷